শহরে থেকে জেলাতে 'প্লাস্টিক ডিম'-এর হদিশ, সতর্ক থাকুন

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়েও মিলল নকল ডিমের খোঁজ। আজ সকালে ছেলেকে ব্রেকফাস্টে ডিমের পোচ করে দিতে গিয়ে তাজ্জব ক্যানিংয়ের গৃহবধূ অপরাজিতা দাস। ডিম ফাটাতেই ডিমের মধ্যে সাদা প্লাস্টিকের মতো জিনিস দেখতে পান তিনি। ডিম ভাজতেই নিশ্চিত হন তিনি। ভাজা ডিমের বেশ কিছুটা অংশ প্লাস্টিকের মতো। আগুনে পোড়াতেই প্লাস্টিক পোড়ার গন্ধ। প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই গৃহবধূ।

Updated By: Mar 31, 2017, 04:37 PM IST
শহরে থেকে জেলাতে 'প্লাস্টিক ডিম'-এর হদিশ, সতর্ক থাকুন

ওয়েব ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়েও মিলল নকল ডিমের খোঁজ। আজ সকালে ছেলেকে ব্রেকফাস্টে ডিমের পোচ করে দিতে গিয়ে তাজ্জব ক্যানিংয়ের গৃহবধূ অপরাজিতা দাস। ডিম ফাটাতেই ডিমের মধ্যে সাদা প্লাস্টিকের মতো জিনিস দেখতে পান তিনি। ডিম ভাজতেই নিশ্চিত হন তিনি। ভাজা ডিমের বেশ কিছুটা অংশ প্লাস্টিকের মতো। আগুনে পোড়াতেই প্লাস্টিক পোড়ার গন্ধ। প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই গৃহবধূ।

ডিমের নমুনা পাঠানো হচ্ছে ফরেনসিক ল্যাবে। অপরাধমূলক ষড়যন্ত্র ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিস। গতকাল তিলজলায় যৌথ অভিযানে নামে পুলিস-পুরসভা। কয়েকদিন আগেই স্থানীয় দোকান থেকে অনেকগুলি ডিম কেনেন অনিতা কুমার নামে এক মহিলা। বাড়ির এক শিশু সেই ডিম খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ায়, টনক নড়ে সবার।

আরও পড়ুন, রাজ্যের ৫ জেলায় জারি তাপপ্রবাহের সতর্কবার্তা

.