বাপ্পি এখনও এ রাজ্য থেকেই লড়তে চাইছেন
যদিও চার দশক ধরে তিনি মুম্বই প্রবাসী, তবু বাপ্পি লাহিড়ির ভোটে লড়ার ইচ্ছা এ রাজ্য থেকেই। আজ উত্তর কলকাতা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাহুল সিনহার হয়ে প্রচারে এসে সেই সম্ভাবনা জিইয়ে রাখলেন ডিস্কো কিং। তবে কোন কেন্দ্র থেকে প্রার্থী হবেন, তা এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে বাপ্পির দাবি, দল যেখান থেকে বলবে সেখান থেকেই ভোটে লড়তে প্রস্তুত তিনি।
যদিও চার দশক ধরে তিনি মুম্বই প্রবাসী, তবু বাপ্পি লাহিড়ির ভোটে লড়ার ইচ্ছা এ রাজ্য থেকেই। আজ উত্তর কলকাতা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাহুল সিনহার হয়ে প্রচারে এসে সেই সম্ভাবনা জিইয়ে রাখলেন ডিস্কো কিং। তবে কোন কেন্দ্র থেকে প্রার্থী হবেন, তা এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে বাপ্পির দাবি, দল যেখান থেকে বলবে সেখান থেকেই ভোটে লড়তে প্রস্তুত তিনি।
সুরকার বাপ্পি লাহিড়ি। ডিস্কো কিং হিসাবেই পরিচিত সারা দেশে। চার দশক ধরে বিনোদনের দুনিয়ায়। সংস্কৃতি জগতের অন্যতম পুরোধা। তিনিও এবার আগ্রহী রাজনীতিতে। কারণ এখন তিনি দেশের জন্য কিছু করতে চান। ভোটে প্রার্থীও হতে চান। যোগ দিয়েছেন বিজেপিতে। ইঙ্গিত ছিল লোকসভা ভোটে এই রাজ্য থেকেই বিজেপির প্রার্থী হবেন বাপ্পি লাহিড়ি । বৃহস্পতিবার সেই সম্ভাবনা জিইয়ে রাখলেন তিনি।
বিজেপি সূত্রে খবর ইতিমধ্যেই তাঁর জন্য তিনটি কেন্দ্রের কথা ভাবা হয়েছে। বাপ্পির প্রতিশ্রুতি, সংসদে গেলে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য কাজ করবেন তিনি। বৃহস্পতিবার উত্তর কলকাতার বিজেপি প্রার্থী রাহুল সিনহার হয়ে প্রচার করেন ডিস্কো কিং।