চলছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে ধর্মঘট, বিঘ্নিত এটিএম পরিষেবা

মজুরি বৃদ্ধি ও অন্যান্য দাবিতে আজ দেশজুড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন। কর্মচারী সংগঠনগুলির ডাকা একদিনের ধর্মঘটে ব্যাঙ্ক পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

Updated By: Dec 18, 2013, 10:34 AM IST

মজুরি বৃদ্ধি ও অন্যান্য দাবিতে আজ দেশজুড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন। কর্মচারী সংগঠনগুলির ডাকা একদিনের ধর্মঘটে ব্যাঙ্ক পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

ইউনিয়ন নেতারা জানিয়েছেন, ধর্মঘটের ফলে ব্যাহত হতে পারে এটিএম পরিষেবাও। মজুরি পুনর্বিন্যাস নিয়ে মুখ্য শ্রম কমিশনারের সঙ্গে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের বৈঠক ফলপ্রসূ না হওয়ায় ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যাঙ্ক কর্মীদের সংগঠনগুলি।

ইউনিয়নের তরফে জানানো হয়েছে দশলক্ষ ব্যাঙ্ক আধিকারিক ও করণিক ধর্মঘটে অংশ নেবেন। ধর্মঘটের সমর্থনে এনএস রোডে মিছিলও করবেন সমর্থকরা।

Tags:
.