জামিন মুক্ত ৮ DYFI-SFI কর্মী

টানাপোড়েনের শেষ। অবশেষে ব্যাঙ্কশাল আদালত থেকে জামিন পেলেন ৮ DYFI-SFI কর্মী।  গত শুক্রবার টেট দুর্নীতির প্রতিবাদে ধর্মতলায় বিক্ষোভ দেখান শতাধিক SFI-DYFI কর্মী। আটক করা হয় কয়েকজনকে।

Updated By: Mar 14, 2017, 06:54 PM IST
জামিন মুক্ত ৮ DYFI-SFI কর্মী

ওয়েব ডেস্ক: টানাপোড়েনের শেষ। অবশেষে ব্যাঙ্কশাল আদালত থেকে জামিন পেলেন ৮ DYFI-SFI কর্মী।  গত শুক্রবার টেট দুর্নীতির প্রতিবাদে ধর্মতলায় বিক্ষোভ দেখান শতাধিক SFI-DYFI কর্মী। আটক করা হয় কয়েকজনকে।

৮ জনের বিরুদ্ধে জামিন অযোধ্য ধারা দেওয়া হয়। জুড়ে দেওয়া হয় সরকারি সম্পত্তি ভাঙচুরের ধারাও। ধৃতদের ৫দিনের জেল হেফাজত হয়। প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ দেখান DYFI কর্মীরা। আজ ফের ৮জনকে আদালতে তোলা হয়। কিন্ত, জামিন অযোগ্য ধারা দেওয়া হলেও, এদিন জামিনের বিরোধিতা করেননি সরকারি আইনজীবী। তাই মাত্র ১০০ টাকার বন্ডে জামিন মঞ্জুর হয়ে যায় ৮জনের। (আরও পড়ুন- মেডিক্যাল কলেজে শিশু চুরির অভিযোগ, গায়েব ৫ দিনের সদ্যোজাত)

.