Babul: নেত্রীর সঙ্গে কথা বলেই TMC-তে যোগ, সোমে সাক্ষাৎ; মঙ্গলে ছাড়তে পারেন সাংসদ পদ

বিজেপিতে কাজের সুযোগ ছিল না বলেও ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন বাবুল (Babul Supriyo)। 

Updated By: Sep 18, 2021, 05:22 PM IST
Babul: নেত্রীর সঙ্গে কথা বলেই TMC-তে যোগ, সোমে সাক্ষাৎ; মঙ্গলে ছাড়তে পারেন সাংসদ পদ

নিজস্ব প্রতিবেদন: অভিষেকের (Abhishek Banerjee) হাত ধরে এলেন তৃণমূলে (TMC)। নেত্রীর সঙ্গে দেখা করবেন সোমবার। তৃণমূলে যোগদানের আগে মমতা ও অভিষেকের সঙ্গে কথা হয়েছে বলে জানালেন বাবুল (Babul Supriyo)। তৃণমূলে যোগ দেওয়ার অব্যবহিত পরেই সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করেন, আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন। সূত্রের খবর, মঙ্গলবারই পদত্যাগ করতে পারেন বাবুল।      

এ দিন বাবুল (Babul Supriyo) বলেন,'আমি সোমবার দিদির সঙ্গে দেখা করছি। আমার সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে। যে উষ্ণ অভ্যর্থনা ওঁরা আমায় দিয়েছেন, তাতে আমি খুশি। এটা প্রত্যাশা করিনি। অনেকেই বলেছিলেন, এটা হবে, সেটা হবে। মন থেকে রাজনীতি ছেড়েছিলাম। বাংলার জন্যে কাজের সুযোগ দিয়েছেন দিদি এবং অভিষেক।'

আসানসোলের সাংসদ পদ ছাড়ার কথাও জানিয়ে দিয়েছেন বাবুল (Babul Supriyo)। তিনি বলেন,'আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দেব। আমি যখন তৃণমূলে যোগ দিয়েছি, বিজেপির আসন ধরে রাখার প্রশ্নই নেই। নৈতিকতা মেনে বিধিসম্মতভাবে পদত্যাগ করব।' 

 রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন। ২ মাস কাটার আগেই তা থেকে সরে এলেন কেন? বিজেপিতে কাজের সুযোগ ছিল না বলেও ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন বাবুল (Babul Supriyo)। তৃণমূল সেই সুযোগ দিয়েছে তাঁকে। আসানসোলের সাংসদের কথায়,'বিজেপি বা অন্য দলের তরফে কটাক্ষ আসবে। ট্রেন্ডিং করানো হবে। আমার মাথায় একটাই ট্রেন্ডিং যে সুযোগ আমাকে দেওয়া হয়েছে। বন্ধুবান্ধব ও পরিবার সবাই খুশি। আমি পরিবার নিয়ে কলকাতায় এসে গিয়েছি। সুযোগ যখন আসে তখন সিদ্ধান্ত নিতে হয়। আমি তা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।'

আরও পড়ুন- BJP-র আসন ধরে রাখার প্রশ্নই নেই, TMC-তে যোগ দিয়েই জানালেন Babul

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.