পঞ্চায়েত নির্বাচনে চাই ১০০/১০০, কর্মীদের টার্গেট দিলেন অভিষেক
পঞ্চায়েত ভোটে দলের নেতাকর্মীদের কাছে লক্ষ্য বেঁধে দিলেন তৃণমূলের যুবরাজ।
কমলিকা সেনগুপ্ত
তৃণমূলস্তরের সংগঠনকে জোরদার করেই আসন্ন পঞ্চায়েত ভোটে ঘাসফুল ফোটাতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তৃণমূল ভবনে নিজের কোর দলের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের তিনি। বুঝিয়ে দেন, পঞ্চায়েত ভোটে একশোয় একশো করাই তাঁর লক্ষ্য।
রাজ্যে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা না-হলেও শাসক-বিরোধীরা প্রচার শুরু করে দিয়েছে। সদ্য পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম সফর করে ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েতে তৃণমূলের ভোট বৈতরণী পার করতে নিচুতলার সংগঠনের উপরে জোর দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। ব্লকস্তরের নেতাদের সঙ্গে বৈঠক করছেন। ফেব্রুয়ারি মাসে উত্তর ও দক্ষিণবঙ্গে কর্মী সম্মেলনও করবেন। তারপর বেরিয়ে পড়বেন জেলা সফরে।
আরও পড়ুন- মেহসানায় প্রত্যাবর্তন কংগ্রেসের, জন্মস্থানেই জোর ধাক্কা মোদীর
নেতাকর্মীদের অভিষেকের নির্দেশ, পঞ্চায়েত থেকে জেলা পরিষদ সমস্ত আসনই জেতার লক্ষ্যে ঝাঁপাতে হবে। নিশ্চিত করতে হবে বিরোধীশূন্য পঞ্চায়েত।