কমছে না অটো দৌরাত্ম্য, লেকটাউন মোড়ে মহিলাকে ধাক্কা মারে তর্ক জুড়ে দিল অটো চালক

পরিবহণমন্ত্রীর হুঁশিয়ারির পরেও, শহরে অটোর দৌরাত্ম্য চলছেই। আজ লেকটাউন মোড়ে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন দুই মহিলা। অভিযোগ, একটি অটো তাঁদের একজনকে ধাক্কা মারে। মহিলা সরব হতেই তর্ক জুড়ে দেন চালক রোশন ঝা। বাদানুবাদের সময় তিনি মহিলাকে ধাক্কা মারেন বলে অভিযোগ।

Updated By: Feb 1, 2014, 03:25 PM IST

পরিবহণমন্ত্রীর হুঁশিয়ারির পরেও, শহরে অটোর দৌরাত্ম্য চলছেই। আজ লেকটাউন মোড়ে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন দুই মহিলা। অভিযোগ, একটি অটো তাঁদের একজনকে ধাক্কা মারে। মহিলা সরব হতেই তর্ক জুড়ে দেন চালক রোশন ঝা। বাদানুবাদের সময় তিনি মহিলাকে ধাক্কা মারেন বলে অভিযোগ।

এলাকার মানুষ এসে রোশন ঝাকে ঘিরে ধরেন। লেকটাউন থানার পুলিস তাঁকে গ্রেফতার করেছে।

এর আগে শহরে পরপর অটো দৌরাত্ম্যের ঘটনায় কড়া বার্তা দিয়েছেন পরিবহণমন্ত্রী। নিজে রাস্তায় নেমে অভিযান চালিয়েছেন। অবৈধ অটো বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যায় করলে, অটোচালকদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন পরিবহণমন্ত্রী। চালু হয়েছে অটো সংক্রান্ত বিশেষ হেল্পলাইন। কিন্তু তারপরেও অটোর দৌরাত্ম্য যে থেমে নেই, আজকের ঘটনায় তা আরও একবার স্পষ্ট হল।

Tags:
.