পুজোয় অটো বন্ধ হওয়ায় প্রতিবাদের রাস্তায় চালকরা

পুজোর দিনগুলোয় কলকাতা এবং আশপাশের এলাকার বড় রাস্তায় অটো চালানো যাবে না। আজ থেকেই কার্যকর হয়েছে সেই নিয়ম। এরই প্রতিবাদে পুলিসের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তারাতলা ঠাকুরপুকুর রোডের অটো চালকরা। তাঁদের দাবি, পুজোর কদিন বাড়তি আয়ের সুযোগ থাকে। এই নির্দেশের জেরে ক্ষতিগ্রস্ত হবেন তাঁরা। এরপরই অবরোধ শুরু করেন তারা। প্রায় আধঘন্টা অবরোধ চলার পর পুলিস গিয়ে অবরোধ উঠিয়ে দেয়। অবরোধের জেরে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।

Updated By: Oct 9, 2013, 04:12 PM IST

পুজোর দিনগুলোয় কলকাতা এবং আশপাশের এলাকার বড় রাস্তায় অটো চালানো যাবে না। আজ থেকেই কার্যকর হয়েছে সেই নিয়ম। এরই প্রতিবাদে পুলিসের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তারাতলা ঠাকুরপুকুর রোডের অটো চালকরা। তাঁদের দাবি, পুজোর কদিন বাড়তি আয়ের সুযোগ থাকে। এই নির্দেশের জেরে ক্ষতিগ্রস্ত হবেন তাঁরা। এরপরই অবরোধ শুরু করেন তারা। প্রায় আধঘন্টা অবরোধ চলার পর পুলিস গিয়ে অবরোধ উঠিয়ে দেয়। অবরোধের জেরে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।
অটো বন্ধ হওয়ার জন্য বেশ ক্ষুব্দ আটো চালকারা। সেইসঙ্গে সাধারণ যাত্রীদের মধ্যেও বেশ অসন্তোষ তৈরি হয়েছে। তাঁরাও মনে করছেন এই সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি।

.