সল্টলেকে মদ্যপান ও জোরে গান বাজানোর প্রতিবাদ করায় মারধরের ঘটনা

সল্টলেকে মদ্যপান ও জোরে গান বাজানোর প্রতিবাদ করায় মারধরের ঘটনা। ৪জনকে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিস। গত ১৪ ফেব্রুয়ারি AE ব্লকের বাসিন্দা মণীশ সারোগী নামে এক ব্যবসায়ী অভিযোগ করেন, তাঁর বাড়ির সামনে জোরে গান চলছিল। প্রতিবাদ করলে ৪ মদ্যপ যুবক তাঁকে মারধর করে। মারধরের পর পালিয়ে যায় অভিযুক্তরা। বিধাননগর মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিত্সা হয় ব্যবসায়ীর।

Updated By: Feb 17, 2017, 12:49 PM IST
সল্টলেকে মদ্যপান ও জোরে গান বাজানোর প্রতিবাদ করায় মারধরের ঘটনা

ওয়েব ডেস্ক: সল্টলেকে মদ্যপান ও জোরে গান বাজানোর প্রতিবাদ করায় মারধরের ঘটনা। ৪জনকে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিস। গত ১৪ ফেব্রুয়ারি AE ব্লকের বাসিন্দা মণীশ সারোগী নামে এক ব্যবসায়ী অভিযোগ করেন, তাঁর বাড়ির সামনে জোরে গান চলছিল। প্রতিবাদ করলে ৪ মদ্যপ যুবক তাঁকে মারধর করে। মারধরের পর পালিয়ে যায় অভিযুক্তরা। বিধাননগর মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিত্সা হয় ব্যবসায়ীর।

আরও পড়ুন পিক ফেলার অপরাধে এক ব্যক্তিকে বেঁধে রেখে বেধড়ক মারধর

পরে তাঁকে স্থানান্তরিত করা হয় একটি বেসরকারি হাসপাতালে। পুলিসে অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। আজ অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিস। ধৃতরা হল পাপ্পু সিং, অজয় উপাধ্যায়, বিজয় মাহাত এবং অজয় রায়। এর মধ্যে দুজনকে চিনতে পেরেছেন ওই ব্যবসায়ী।

আরও পড়ুন  বাগুইআটি ধর্ষণের ঘটনায় গ্রেফতার প্রতিবেশী যুবক

.