১০০, ৫০০ কোথায় মিলবে? এটিএম পরিক্রমায় মাসের প্রথম দিনেই ভোগান্তি আম জনতার

নোট বাতিলের পর আজ প্রথম মাস পয়লা। ইতিমধ্যেই অনেকের বেতন হয়ে গেছে। কিন্তু এটিএমে খুচরোর আকাল। বেশিরভাগ ব্যাঙ্কের এটিএমে মিলছে শুধু দুহাজার টাকার নোট। কোথায় গেলে একশো আর পাঁচশো মিলবে, রাতের কলকাতায় তারই সন্ধান চালালেন শহরবাসী। এটিএমের দরজায় দরজায় ঘুরে কারও ভাগ্যে ছোট নোটের শিকে ছিঁড়ল। কেউ ফিরলেন বড় নোট হাতেই। 

Updated By: Dec 1, 2016, 08:41 AM IST
১০০, ৫০০ কোথায় মিলবে? এটিএম পরিক্রমায় মাসের প্রথম দিনেই ভোগান্তি আম জনতার

ওয়েব ডেস্ক: নোট বাতিলের পর আজ প্রথম মাস পয়লা। ইতিমধ্যেই অনেকের বেতন হয়ে গেছে। কিন্তু এটিএমে খুচরোর আকাল। বেশিরভাগ ব্যাঙ্কের এটিএমে মিলছে শুধু দুহাজার টাকার নোট। কোথায় গেলে একশো আর পাঁচশো মিলবে, রাতের কলকাতায় তারই সন্ধান চালালেন শহরবাসী। এটিএমের দরজায় দরজায় ঘুরে কারও ভাগ্যে ছোট নোটের শিকে ছিঁড়ল। কেউ ফিরলেন বড় নোট হাতেই। 

নোট বাতিলের পর বাইশ দিন অতিক্রান্ত। মাস পয়লায় সংসার চালাতে নোটের খোঁজে হন্যে হয়ে ঘুরছেন সবাই। চলছে এটিএম পরিক্রমা। এখনও বহু এটিএমে ঝোলানো নো ক্যাশ। অধিকাংশ এটিএমে টাকা নেই। চালু এটিএমে মিলছে শুধু দুহাজার। ডালহৌসি চত্বরের এটিএমে সকালে এমনই অভিজ্ঞতা সাধারণ মানুষের। আরও পড়ুন- নাম না করেই এবার নীতীশ কুমারকে বিশ্বাসঘাতক বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতার পাশাপাশি একই ছবি জেলাগুলিতে। মাস পয়লা। অথচ অধিকাংশ ATM-এ টাকা নেই। বেশিরভাগ ATM বন্ধ। যেগুলি খোলা, সেগুলিতেও একশো বা পাঁচশোর নোট নেই। মিলছে শুধু দুহাজারের নোট।

.