সাত সকালে খ্যাতিমান জ্যোতিষের বাড়িতে আগুন
সাত সকালে শহরের এক বাড়ির দ্বি-তলে আগুন। প্রথমে দমকলকে বেগ পেতে হয় আগুন নেভাতে। বাইরে থেকে দেখা যাচ্ছে, দাউ দাউ করে জ্বলছে ঘর-বরান্দা।
Updated By: Nov 1, 2020, 09:46 AM IST
নিজস্ব প্রতিবেদন: সাত সকালে শহরের এক বাড়ির দ্বি-তলে আগুন। প্রথমে দমকলকে বেগ পেতে হয় আগুন নেভাতে। বাইরে থেকে দেখা যাচ্ছে, দাউ দাউ করে জ্বলছে ঘর-বরান্দা।
স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই খবর দেওয়া হয় দমকলে। ঘটনাটি ঘটেছে কেষ্টপুর বারোয়ারিতলার এক বাড়িতে। দমকলের দুটি ইঞ্জিন এই মুহূর্তে আগুন নেভানোর কাজ করছে। এ দিন আগুন দেখে স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায়। এই মুহূর্তে দমকল কর্মীরা ওই বাড়িতে প্রবেশ করেতে পেরেছে।
জানা গিয়েছে, জনপ্রিয় জ্যোতিষ সম্রাট জয়ন্ত শাস্ত্রীর বাড়িতে আগুন লেগেছে।
Tags: