মমতাকে ডাকাত রানি বললেন প্রাক্তন তৃণমূল নেতা আসিফ খান

ফের বিস্ফোরক আসিফ খান। এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন প্রাক্তন এই তৃণমূল নেতা। তাঁর মন্তব্য, সারদাকাণ্ডে ডাকাত রানির দলের সকলেই যুক্ত। আসিফকে নিয়ে যাওয়া হচ্ছিল উত্তরপ্রদেশে। তার আগেই বিস্ফোরক আসিফ বললেন, 'উত্তরপ্রদেশে থাকা সব টাকা মুকুলদা'র। গোয়েন্দারা সেই উদ্ধার কুরক। ফ্ল্যাটটিও অলিখিতভাবে মুকুল রায়ের।'

Updated By: Nov 17, 2014, 11:46 AM IST
মমতাকে ডাকাত রানি বললেন প্রাক্তন তৃণমূল নেতা আসিফ খান

ওয়েব ডেস্ক: ফের বিস্ফোরক আসিফ খান। এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন প্রাক্তন এই তৃণমূল নেতা। তাঁর মন্তব্য, সারদাকাণ্ডে ডাকাত রানির দলের সকলেই যুক্ত। আসিফকে নিয়ে যাওয়া হচ্ছিল উত্তরপ্রদেশে। তার আগেই বিস্ফোরক আসিফ বললেন, 'উত্তরপ্রদেশে থাকা সব টাকা মুকুলদা'র। গোয়েন্দারা সেই উদ্ধার কুরক। ফ্ল্যাটটিও অলিখিতভাবে মুকুল রায়ের।'

এদিকে, সারদা মামলায় আজ দ্বিতীয় চার্জশিট জমা দেবে সিবিআই। আজ আলিপুর আদালতে সারদার রিয়েলিটি সংক্রান্ত মামলায় ওই চার্জশিট জমা দেওয়া হবে। চার্জশিটে সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়ের সঙ্গে নাম থাকছে রজত মজুমদার এবং ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার সহ বেশ কয়েকজনের। তবে সম্ভবত এই চার্জশিটে নাম থাকছে না কুনাল ঘোষের।  কয়েকদিন পরই রজত মজুমদার এবং দেবব্রত সরকার গ্রেফতারির নব্বই দিন পেরোবে। তার আগে চার্জশিট জমা না হলে সারদা মামলায় ওই দুজনের জামিন হয়ে যাবে।

প্রসঙ্গত, গত ২২ অক্টোবর আদালতে সারদাকাণ্ডে প্রথম চার্জশিট পেশ করেছিল সিবিআই। সেই চার্জশিটে নাম ছিল সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায় এবং নির্বাসিত তৃণমূল সাংসদ কুণাল ঘোষের। সঙ্গে নাম ছিল সুদীপ্ত সেনের ৪টি সংস্থা - সারদা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, সারদা গার্ডেন, সারদা কনস্ট্রাকশন, সারদা রিয়্যালটি এবং কুণাল ঘোষের ১টি সংস্থা ‘স্ট্র্যাটেজি মিডিয়া’-র।

.