কলকাতায় পা রেখেই সুর পাল্টালেন 'গুরুং ঘনিষ্ঠ' মনোজ শঙ্কর

Updated By: Oct 26, 2017, 09:00 AM IST
কলকাতায় পা রেখেই সুর পাল্টালেন 'গুরুং ঘনিষ্ঠ' মনোজ শঙ্কর

নিজস্ব প্রতিবেদন : রাতের বিমানে কলকাতায় আনা হল গুরুং ঘনিষ্ঠ মনোজ শঙ্করকে। বুধবার রাতে তাঁকে দিল্লি থেকে কলকাতায় নিয়ে আসেন সিআইডির আধিকারিকরা। এদিকে, কলকাতায় পা রেখেই সুর পাল্টে ফেলেছেন মনোজ শঙ্কর। তাঁর দাবি, তিনি গুরুং নয়, বিনয় তামাংয়ের সঙ্গে আছেন।  

বুধবার দিল্লিতে বিমল গুরুং ঘনিষ্ঠ মনোজ শঙ্করকে গ্রেফতার করে সিআইডি। সিআইডি সূত্রে খবর, মোর্চার দিল্লি ইউনিটের সভাপতি ছিলেন মনোজ শঙ্কর। তিনি মোর্চার আর্থিক হিসাব সংক্রান্ত বিষয়ের দায়িত্বে ছিলেন। নিয়মিত মোর্চাকে অর্থ সাহায্য করতেন। বিমল গুরুং গা ঢাকা দেওয়ার পরও তাঁকে অর্থ সাহায্য করে গিয়েছেন এই মোর্চা নেতা। সেই অর্থেই পাহাড়ে অশান্তি ছড়িয়ে গিয়েছে মোর্চা। তাঁকে গুরুংয়ের মস্তিষ্কও বলা হয়ে থাকে।

আরও পড়ুন, প্রেমের সাজা! কলেজ ছাত্রের মাথা মুড়িয়ে দিল প্রেমিকার পরিবার

.