ইডির গেরোয় অর্পিতা, সারদার ভাউচারে অর্পিতা ঘোষের সই নিয়ে উঠছে প্রশ্ন
সারদায় নাট্যকর্মী অর্পিতা ঘোষের ভূমিকা নিয়ে নয়া তথ্য হাতে এল ইডির। গোয়েন্দারা জানতে পেরেছে সারদার মালিকাধীন দুটি কোম্পানি কয়েকটি ক্লাব ও সংগঠনকে ভাউচারে টাকা দেওয়া হয়েছিল। সেই ভাউচারে সই ছিল অর্পিতার। প্রশ্ন উঠছে একটি চ্যানেলের একজিকিউটিভ ডিরেক্টর অর্পিতা ঘোষ কেন সারদার ভাউচারে সই করলেন? সারদায় তাঁর ভূমিকা ঠিক কী ছিল?ভিও- শুক্রবারই অর্পিতা ঘোষকে জেরা করেছিল ইডি।
সারদায় নাট্যকর্মী অর্পিতা ঘোষের ভূমিকা নিয়ে নয়া তথ্য হাতে এল ইডির। গোয়েন্দারা জানতে পেরেছে সারদার মালিকাধীন দুটি কোম্পানি কয়েকটি ক্লাব ও সংগঠনকে ভাউচারে টাকা দেওয়া হয়েছিল। সেই ভাউচারে সই ছিল অর্পিতার। প্রশ্ন উঠছে একটি চ্যানেলের একজিকিউটিভ ডিরেক্টর অর্পিতা ঘোষ কেন সারদার ভাউচারে সই করলেন? সারদায় তাঁর ভূমিকা ঠিক কী ছিল?ভিও- শুক্রবারই অর্পিতা ঘোষকে জেরা করেছিল ইডি।
নাট্যকর্মী অর্পিতা ঘোষকে জেরা করে সারদায় তাঁর ভূমিকা নিয়ে নয়া তথ্য হাতে এল ইডির। জেরায় গোয়েন্দারা জানতে পেরেছেন, সারদা রিয়েলিটি ও সারদা ট্যুর ও ট্রাভেলস তরফে বেশকয়েকটি ক্লাব ও সংগঠনকে ভাউচারে টাকা দেওয়া হয়েছিল। সেই ভাউচারে সই ছিল অর্পিতা ঘোষের। শুধুমাত্র কোনও চ্যানেলের একজিকিউটিভ এডিটরের দায়িত্বে থাকা অর্পিতা কেন সারদার টাকা দেওয়ার ভাউচারে সই করবেন তানিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে সারদায় অর্পিতার ভূমিকা নিয়েও। আজ সকালে নাট্যকর্মী এবং তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে টানা তিন ঘণ্টা জেরা করেন ইডি কর্তারা।জেরার পর সাংবাদিকদের প্রশ্নের মুখে কার্যত মেজাজ হারান তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। সাংবাদিকদের প্রশ্নে তিনি কিছুই বলতে রাজি হননি। তাঁর মন্তব্য, যা জানার ইডি কর্তাদের কাছ থেকেই জেনে নিন।