টোল প্লাজায় তথ্য সংগ্রহ প্রতি ৬ মাস অন্তর হয়, জানালেন প্রাক্তন সেনাকর্তা
টোল প্লাজায় তথ্য সংগ্রহ প্রতি ছয় মাস অন্তর হয়। দেশের প্রতি রাজ্যেই হয়। বহু বছর ধরে এমনটাই চলছে। রাজ্য প্রশাসনের অনুমতি নেওয়ারও কোনও নিয়ম নেই। রাজ্যকে জানানো থাকলেই হল। এমনটাই জানালেন প্রাক্তন এক সেনাকর্তা।
Updated By: Dec 2, 2016, 06:25 PM IST
ওয়েব ডেস্ক : টোল প্লাজায় তথ্য সংগ্রহ প্রতি ছয় মাস অন্তর হয়। দেশের প্রতি রাজ্যেই হয়। বহু বছর ধরে এমনটাই চলছে। রাজ্য প্রশাসনের অনুমতি নেওয়ারও কোনও নিয়ম নেই। রাজ্যকে জানানো থাকলেই হল। এমনটাই জানালেন প্রাক্তন এক সেনাকর্তা।
তিনি বলেন, যুদ্ধ বা প্রাকৃতিক বিপর্যয়ের মতো আপত্কালীন পরিস্থিতিতে সেনার প্রচুর যানবাহনের প্রয়োজন হয়। সেই পরিস্থিতিতে দেশের কোথায় কত গাড়ি রয়েছে তার হিসেব থাকলে সুবিধা হয়। সেই পরিসংখ্যান পেতেই প্রতি ছমাস অন্তর দেশজুড়ে এই সমীক্ষা চালায় সেনাবাহিনী। পড়ুন, সেনা ইস্যুতে এবার রাজ্যকে দেওয়া চিঠি পেশ করল ইস্টার্ন কম্যান্ড
Tags: