করোনা আক্রান্ত অ্যাপ ক্যাব চালক, শেষ ক'দিনে কত জন উঠেছেন তাঁর গাড়িতে চলছে খোঁজ

চিকিত্সক তাঁকে করোনা পরীক্ষা করাতে বলেন। লালারসের নমুনা পরীক্ষা করাতে পাঠান তিনি।

Reported By: অর্ণবাংশু নিয়োগী | Updated By: Jun 27, 2020, 03:56 PM IST
করোনা আক্রান্ত অ্যাপ ক্যাব চালক, শেষ ক'দিনে কত জন উঠেছেন তাঁর গাড়িতে চলছে খোঁজ
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: কলকাতায় এক অ্যাপ ক্যাব চালকের ধরা পড়ল করোনা।

সূত্রের খবর, কিছুদিন ধরেই অসুস্থ হয়ে পড়েন ওই ক্যাবচালক। কিন্তু প্রথমে বিশেষ গুরুত্ব দেননি। রোজগারের আশায় বেরিয়েছিলেন গাড়ি নিয়ে। এরপর বাড়াবাড়ি হওয়ায় চিকিত্সকের কাছে যান। চিকিত্সক তাঁকে করোনা পরীক্ষা করাতে বলেন। লালারসের নমুনা পরীক্ষা করাতে পাঠান তিনি।

আরও পড়ুন: যৌনকর্মীর মেয়েকে দিনের পর দিন খুনের হুমকি দিয়ে 'ধর্ষণ', অন্তঃসত্ত্বা হয়ে পড়ল তরুণী
২৫ জুন তাঁর রিপোর্ট পজেটিভ আসে। এরপর চিকিত্সকরা তাঁকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেন। তবে আশঙ্কার বিষয় হয় ওই ক্যাবে গত কয়েকদিনের মধ্যে কতজন যাত্রী উঠেছিলেন। সেবিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।

.