নন্দীগ্রাম কাণ্ডে প্রাক্তন ডিজিকে জেরা করল সিআইডি

নন্দীগ্রাম নিখোঁজ কাণ্ডে পূর্ব মেদিনীপুরের প্রাক্তন পুলিস সুপারের বক্তব্যের সম্পুর্ণ উল্টো কথা বললেন রাজ্য পুলিসের প্রাক্তন ডিজি। সিআইডি সূত্রে এমনটাই জানানো হয়েছে। এই মামলায় বৃহস্পতিবার প্রাক্তন ডিজি অনুপভূষণ ভোরাকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। সিআইডি জানিয়েছে, এই দুজনেরই বক্তব্য খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

Updated By: May 24, 2012, 04:14 PM IST

নন্দীগ্রাম নিখোঁজ কাণ্ডে পূর্ব মেদিনীপুরের প্রাক্তন পুলিস সুপারের বক্তব্যের সম্পুর্ণ উল্টো কথা বললেন রাজ্য পুলিসের প্রাক্তন ডিজি। সিআইডি সূত্রে এমনটাই জানানো হয়েছে। এই মামলায় বৃহস্পতিবার প্রাক্তন ডিজি অনুপভূষণ ভোরাকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। সিআইডি জানিয়েছে, এই দুজনেরই বক্তব্য খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
২০০৭ সালের ৬ নভেম্বর নন্দীগ্রামের তেখালি ব্রিজে ইএফআর ক্যাম্প তুলে নেওয়া হয়। তবে তেখালি ব্রিজ থেকে ইএফআর ক্যাম্প সরানোর বিষয়ে কিছুই জানতেন না রাজ্য পুলিসের তত্কালীন ডিজি। ক্যাম্প সরানোর পর এ বিষয়ে জানতে পারেন তিনি। জিজ্ঞাসাবাদের সময় গোয়েন্দাদের এমনই জানিয়েছেন প্রাক্তন ডিজি অনুপভূষণ ভোরা। প্রাক্তন ডিজি বৃহস্পতিবার পৌনে দশটা নাগাদ ভবানী ভবনে এসে পৌঁছন। সেখানে তাঁকে প্রায় তিন ঘণ্টা ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। ২০০৭ সালে তেখালির ব্রিজ থেকে ক্যাম্প সরানোর পর বেশ কয়েকজন সেখান থেকে নিখোঁজ হয়ে যান বলে অভিযোগ। নিখোঁজ সাতজনের পরিবার কলকাতা হাইকোর্টে হেভিয়াস কর্পাস মামলা করেন। ঘটনার তদন্তভার নেয় সিআইডি। গত শুক্রবার হাইকোর্টে সরকারপক্ষ জানায় নন্দীগ্রাম নিখোঁজকাণ্ডে বেশ কয়েকজন পুলিস অফিসার সহ প্রাক্তন ডিজিকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। তার পরিপ্রেক্ষিতেই প্রাক্তন ডিজি অনুপভূষণ ভোরাকে গত শনিবার নোটিস পাঠায় সিআইডি।

.