Anubrata Mandal Handed Over to ED: স্বাস্থ্য পরীক্ষায় 'ফিট' অনুব্রত, দিল্লি যাওয়ার পথে কেষ্টকে নিয়ে বিমানবন্দরে ইডি
Anubrata Mandal Handed Over to ED: হাসপাতাল থেকে বের হওয়ার সময়ে একেবারে বিধ্বস্ত দেখাচ্ছিল অনুব্রতকে। হাসপাতালে থেকে বের করে তাঁকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা এখনও স্পষ্ট নয়। ইডি ইডিমধ্যেই একটি বিমান সংস্থায় ২টি টিকিট কেটে রেখেছে। একটি ৬টা ২০ মিনিটের এবং অন্যটি ৬টা ৪০ মিনিটের
শ্রেয়সী গঙ্গোপাধ্য়ায় ও অর্নবাংশু নিয়োগী: স্বাস্থ্য পরীক্ষার পর জোকার ইএসআই হাসপাতাল থেকে অনুব্রতকে তুলে দেওয়া হল ইডির হাতে। আজ সাড়ে এগারোটার পর তাঁকে ইএসআই হাসপাতালে আনে পুলিস। দুপুর দুটো নাগাদ তাঁর স্বাস্থ্য পরীক্ষা শেষ হয়। একজন কার্ডিওলজিস্ট, একজন সার্জেন ও একজন জেনারেল ফিজিসিয়ান তাঁকে পরীক্ষা করে দেখেন। তাঁর স্বাস্থ্য নিয়ে কোনও আপত্তি করেননি চিকিত্সক টিম। অর্থাত্ তিনি ফিট। ওই সার্টিফিকেট পাওয়ার পরই পরেই কড়া পুলিসি প্রহরায় তাঁকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যায় ইডি।
আরও পড়ুন-আসানসোল থেকে বেরিয়ে শক্তিগড়ে থামল পুলিসের কনভয়, ব্রেকফাস্টে কী খেলেন অনুব্রত?
এখনও স্পষ্ট নয়। তবে সূত্রের খবর অনুব্রতকে সরাসরি বিমানবন্দরেই নিয়ে যাওয়া হচ্ছে। ইডি ইতিমধ্যেই একটি বিমান সংস্থায় ২টি টিকিট কেটে রেখেছে। একটি ৬টা ২০ মিনিটের এবং অন্যটি ৬টা ৪০ মিনিটের। তবে একটি বিষয় নিশ্চিত যে দোলের দিনই দিল্লি চললেন অনুব্রত মণ্ডল। মোট তিনটি গাড়ির কনভয় নিয়ে বিমানবন্দরের দিকে দৌড়ন ইডির কনভয়। আরও একটি বিষয় হল তাঁর এই যাত্রাপথে নেই কোনও অ্যাম্বুল্য়ানন্স। পাশাপাশি তাঁর জন্য যে এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা হবে বলে ইডি জানিয়েছিল সেই প্রশ্নও আর রইল না। কারণ এখন তিনি ফিট।
এদিন হাসপাতালে এক্সরে, ইসিজি একাধিক পরীক্ষা করা হয় অনুব্রতর। হাসপাতাল থেকে বের করেই তাঁকে গাড়ি চাপিয়ে রওনা দেয়। হাসপাতাল থেকে বের হাওয়ার সময় একেবারে নির্লিপ্ত ছিলেন অনুব্রত। তাঁকে নিয়ে যাওয়ার জন্য হাসপাতাল থেকে বিমানবন্দর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হয়। হাইকোর্ট বলেছিল অনুব্রত ফিট থাকলে তাঁকে দিল্লি নিয়ে যেতে বাধা নেই। সেই হল শেষপর্যন্ত।
হাসপাতাল থেকে বেরিয়ে ডায়মন্ডহারার রোড ও মা ফ্লাইওভার ও নজরুল ইসলাম অ্যাভিনিউ ধরে অনুব্রতকে নিয়ে কলকাতা বিমানবন্দরে পৌঁছে যায় ইডির কনভয়। দোলের জন্য রাস্তা ছিল অনেকটাই ফাঁকা। তার উপরে অনুব্রতর বিমানবন্দর যাত্রার জন্য গ্রিন করিডোর করে দেওয়া হয়। ফলে খুব কম সময়েই বিমানবন্দরে পৌঁছে যান অনুব্রত। তিনি যে গাড়িতে বসেছিলেন সেখনেই ছিল তাঁর তিনটি ব্যাগ।
কেন্দ্রীয় বাহিনীর ঘেরোটোপে বিমানবন্দরে পৌঁছলেন অনুব্রত। সংবাদমাধ্যমের প্রবল ভিড়ের মধ্যে কোনওক্রমে অনুব্রতকে বিমানবন্দরের নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। তাঁর সঙ্গে রয়েছেন ইডি আধিকারিকরা। বিমান তাঁর সঙ্গে থাকবে একজন চিকিত্সক। সম্ভবত সন্ধে ৬টা ২০ বিমানেই তাঁকে নিয়ে দিল্লির উদ্দেশ্য উড়ে যাবে ইডি। ততক্ষণ তিনি বিমানবন্দরেই থাকবেন।