Dengue Death: বয়স মাত্র ২০! ডেঙ্গিতে আক্রান্ত হয়ে প্রাণ গেল কলেজপড়ুয়ার...

'সবথেকে বেশি লোক মারা যাচ্ছে ডেঙ্গিতে। ডেঙ্গি আগে সামলাতে বলুন, ৩৮ হাজারের বেশি আক্রান্ত। মৃত্যু হচ্ছে মানুষের। রাজ্য সরকারের ভ্রুক্ষেপ কোথায়'! প্রশ্ন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের।  

Updated By: Oct 1, 2023, 07:36 PM IST
Dengue Death: বয়স মাত্র ২০! ডেঙ্গিতে আক্রান্ত হয়ে প্রাণ গেল কলেজপড়ুয়ার...

মৈত্রেয়ী ভট্টাচার্য ও সৌমেন ভট্টাচার্য: পুজোর মুখে ফের ডেঙ্গিতে মৃত্য়ু শহরে। মশাবাহিত রোগে এবার প্রাণ গেল তরুণীর।  'সবথেকে বেশি লোক মারা যাচ্ছে ডেঙ্গিতে। সরকারের ভ্রুক্ষেপ কোথায়'! প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।

আরও পড়ুন: BJP: তৃণমূলের পাল্টা এবার আসরে বিজেপি! দিল্লিতে জরুরি বৈঠকে শাহ, নাড্ডারা

জানা গিয়েছে, মৃতের নাম সমাপ্তি মল্লিক। বাড়ি, দক্ষিণ দমদম পুরসভার  ২১ নম্বর ওয়ার্ডে মোতিঝিল এলাকায় এমএম ঘোষ রোডে। বয়স মাত্র ২০ বছর। গুরুদাস কলেজের তৃতীয় ছাত্রী ছিলেন তিনি। টিউশনিও করতেন। অত্যন্ত মিশুকে স্বভাবের ভালো মেয়ে হিসেবেই পরিচিত ছিলেন এলাকায়। 

পরিবার সূত্রে খবর, দিন তিনেক আগে জ্বরে আক্রান্ত হয়েছিলেন সমাপ্তি। মেয়েকে প্রথমে নাগেরবাজারের একটি নার্সিংহোমে ভর্তি করেছিলেন বাড়ি লোকেরা। রক্ত পরীক্ষা ডেঙ্গি ধরা পড়ে। এরপর তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার আরজি কর মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে। কবে? গতকাল, শনিবার রাতে। কিন্তু শেষরক্ষা হয়নি। সেদিনই গভীর রাতে মৃত্যু হয় ওই তরুণীর। 

আরও পড়ুন:  Abhishek Banerjee: রাজ্যের ৩ শিশু মৃত্যুর দায় কার; গিরিরাজ সিংকে গ্রেফতার করা উচিত, বিস্ফোরক অভিষেক

দক্ষিণ দমদম পুর এলাকায় ডেঙ্গিতে মৃতের সংখ্যা বেড়ে হল ৭। সুকান্ত মজুমদার  বলেন, 'সবথেকে বেশি লোক মারা যাচ্ছে ডেঙ্গিতে। ডেঙ্গি আগে সামলাতে বলুন, ৩৮ হাজারের বেশি আক্রান্ত। মৃত্যু হচ্ছে মানুষের। রাজ্য সরকারের ভ্রুক্ষেপ কোথায়'!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.