অনন্য সম্মান-কী এবং কেন

আমরা সবাই সমাজের কাছে ঋণী। অতি অল্প সংখ্যক মানুষ আছেন যাঁরা সমাজের থেকে যা গ্রহণ করেন,তার চেয়ে বেশী ফিরিয়ে দেন সমাজকে। এঁদের জীবন ও কর্ম যেন একটি দীপশিখার তুল্য, যা অন্য সাধারণের জীবনকে দীপ্ত করে। গত তিন বছর ধরে ২৪ ঘন্টা অনন্যসম্মান আমাদের সমাজের এমনই অনন্য কয়েকজনকে সম্মানিত করছে।

Updated By: Mar 6, 2014, 01:56 PM IST

আমরা সবাই সমাজের কাছে ঋণী। অতি অল্প সংখ্যক মানুষ আছেন যাঁরা সমাজের থেকে যা গ্রহণ করেন,তার চেয়ে বেশী ফিরিয়ে দেন সমাজকে। এঁদের জীবন ও কর্ম যেন একটি দীপশিখার তুল্য, যা অন্য সাধারণের জীবনকে দীপ্ত করে। গত তিন বছর ধরে ২৪ ঘন্টা অনন্যসম্মান আমাদের সমাজের এমনই অনন্য কয়েকজনকে সম্মানিত করছে।

বাংলা নিউজ চ্যানেলের মধ্যে ২৪ ঘন্টা এই ধরনের প্রয়াসের পথিকৃত্‍। আমরা বলি, সেরার লড়াই নয়,প্রতিভার স্বীকৃতি। প্রতিযোগিতায় নেমে অন্যকে পরাজিত করে প্রথম হওয়া নয়,আমরা তাঁদের সম্মান জানিয়ে নিজেরা সম্মানিত হই যাঁরা স্বীয় কর্মের গৌরবে সমাজের স্বীকৃতির অনন্য অধিকারী।

২৪ ঘণ্টা অনন্য সম্মানের যাত্রা শুরু ২০০৮ সালের পয়লা বৈশাখের দিন। সেবার আমরা জীবনের নানা ক্ষেত্রের মোট ১৬ জন বিশিষ্ট মানুষকে সম্মানিত করতে পেরেছিলাম। তার সঙ্গে সম্মানিত করা হয়েছিল আরও চারজনকে যাঁরা খুব বিখ্যাত নন,কিন্তু নিজেদের কাজের মাধ্যমে তাঁর সমাজকে অসাধারণভাবে সমৃদ্ধ করেছেন। আমরা যাঁদের বলি অনন্য সাধারণ। গত তিন বছর ধরে আমরা সম্মানিত করে চলেছি এমনই অসাধারণ ব্যক্তিত্বদের। এবারও ২৪ ঘণ্টা অনন্য সম্মানে সম্মানিতদের তালিকায় যেমন থাকছেন জ্ঞান,কর্মে উজ্জ্বল সমাজের কিছু পরিচিত মুখ, তেমনই থাকছেন প্রায়-অপরিচিতি অনন্য সাধারণ কয়েকজন।

.