মায়া বিশ্বাসের অদম্য ইচ্ছায় প্রতিবন্ধী শৈশব আজ আলোর পথযাত্রী

বাড়ি বেহালায়। মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ। নিজের তিন সন্তানের মধ্যে দুই সন্তান মানসিক প্রতিবন্ধী। আর সেখান থেকেই তাঁর মানসিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াইয়ের শুরুয়াত। একটি বাড়ির গ্যারেজেই খুলে ফেললেন স্কুল।

Updated By: Mar 12, 2014, 11:09 AM IST

বাড়ি বেহালায়। মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ। নিজের তিন সন্তানের মধ্যে দুই সন্তান মানসিক প্রতিবন্ধী। আর সেখান থেকেই তাঁর মানসিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াইয়ের শুরুয়াত। একটি বাড়ির গ্যারেজেই খুলে ফেললেন স্কুল। উদ্দেশ্য সমাজের গরিব মানসিক প্রতিবন্ধী ছেলেমেয়েদের শিক্ষা দেওয়া। সেই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা এখন ২২। মায়াদেবী স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান অসহায় শৈশবকে। চরম আর্থিক দুরবস্থাতেও নিজের লক্ষ্য থেকেও এক চুলও সরেননি তিনি। মায়াদেবী চান এই অসহায় মানসিক প্রতিবন্ধী ছেলেমেয়ের জন্য একটা হোম তৈরি হোক। যেখানে মিলবে তাদের স্থায়ী আশ্রয়। আপনার বিশ্বাস, আপনার মায়ায় আজ তাঁরা নতুন পৃথিবীর আলো দেখছেন, আপনি অনন্য সাধারণ মায়া বিশ্বাস।

.