২৪ ঘণ্টার অনন্য সম্মানে ভূষিত অরুণ মুখোপাধ্যায়

২৪ ঘণ্টার অনন্য সম্মানে ভূষিত অরুণ মুখোপাধ্যায়

Updated By: Mar 21, 2014, 11:07 PM IST

২৪ ঘণ্টার অনন্য সম্মানে ভূষিত অরুণ মুখোপাধ্যায়

তাঁর অভিনয় এখন প্রবাদ। বাংলা নাটকে তাঁর অবদান অবিসংবাদিত। অরুণ মুখোপাধ্যায়। জন্ম ১৯৩৭, হাওড়ায়। নাট্যজীবন শুরু ১৯৫২-তে। পারিবারিক নাটমন্দিরে। সেই শুরু। তারপর ভারতীয় গণনাট্য সংঘে বলএকের পর এক সফল প্রযোজনা। ১৯৭২-এ তৈরি করলেন থিয়েটারের দল `চেতনা`। প্রথম প্রযোজনা `মারীচ সংবাদ।` পরের নাটক `জগন্নাথ`। ভারতীয় থিয়েটারের দুই মাইলস্টোন। দুটি নাটকই তাঁর রচনা। তারপর `রোশন`, `দুখিমুখী যোদ্ধা`, `ভালো মানুষের পালা`, `পুতুল নাচের ইতিকথা` একের পর এক সাফল্য। চলচ্চিত্রেও রাখলেন তাঁর প্রতিভার স্বাক্ষর। মৃণাল সেনের পরিচালনায় `পরশুরাম` চলচ্চিত্রে অভিনয়ের জন্য পেলেন সেরা জাতীয় অভিনেতার সম্মান। আজও তিনি মঞ্চে। আজও মঞ্চে `জগন্নাথ`।

.