২৪ ঘণ্টার অনন্য সাধারণ জালালউদ্দিন গাজী

২৪ ঘণ্টার অনন্য সাধারণ জালালউদ্দিন গাজী

Updated By: Mar 21, 2014, 11:54 PM IST

২৪ ঘণ্টার অনন্য সাধারণ জালালউদ্দিন গাজী

অভাব তাঁকে স্কুলছুট করেছিল। ছোটবেলায় ফুটপাথই ছিল ঠিকানা। প্রথমে রিক্সা, পরে ট্যাক্সি চালিয়ে যা রোজগার হয় তার বেশিরভাগই খরচ হয়ে যায় স্বপ্নপূরণে। কী সেই স্বপ্ন? দারিদ্র যেন কোনও শিশুর শিক্ষার আলো কেড়ে না নেয়। যে সুযোগ থেকে তিনি বঞ্চিত হয়েছেন আর কোনও শিশু যেন এই বঞ্চনার শিকার না হয়। তাই ট্যাক্সি চালিয়েই গড়ে তুললেন দুইটি স্কুল। একটি অনাথ আশ্রম। নিজের রোজগারের সাথে তাঁর ট্যাক্সির সওয়ারিদের কাছেও হাত পেতেছেন। এভাবেই অর্থ জোগাড় করে জয়নগরের উত্তরঠাকুর চক গ্রামে, নিজের বাড়ির দুটি ঘরে প্রথম `ইসমাইল ইসরাফিল ফ্রি প্রাইমারি স্কুল`-এর শুরু। বাইশ জন শিশু নিয়ে শুরু হলেও আজ স্কুল দুটিতে প্রায় সাড়ে তিনশো শিশু বিনা খরচে পড়াশোনা করছে। তাদের বই খাতা, মিড ডে মিলের খরচ চলে কিছু ব্যক্তিগত সাহায্য আর এই ট্যাক্সির পয়সায়। আজ স্বপ্ন রূপ পেয়েছে বাস্তবে। আর এই স্বপ্নের রূপকার জালালউদ্দিন গাজী।

.