বিবেকানন্দের জন্মজয়ন্তীতে ফের কলকাতায় Amit shah?

আগামী ১২ জানুয়ারি  স্বামী বিবেকানন্দের জন্মদিনে আবার বঙ্গ আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

Updated By: Dec 22, 2020, 04:38 PM IST
বিবেকানন্দের জন্মজয়ন্তীতে ফের কলকাতায় Amit shah?
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: ফের কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর,  আগামী ১২ জানুয়ারি  স্বামী বিবেকানন্দের জন্মদিনে আবার বঙ্গ আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই দিনই তাঁর হাওড়ায় জনসভা করার কথা বলে সূত্রের খবর। কিছুদিন আগেই দু-দিনের বঙ্গসফর সেরে দিল্লি ফিরেছেন অমিত শাহ। সে বার সফরের প্রথমেই উত্তর কলকাতায় স্বামীজির বাড়ি গিয়েছিলেন তিনি। তবে এবার তিনি কতদিন রাজ্যে থাকবেন বা কী কী কর্মসূচি থাকছে তা এখনও স্পষ্ট নয়। 

উল্লেখ্য, গতকাল, সোমবারই নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপন নিয়ে বাংলায় টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৩ জানুয়ারি দিনটি বিশেষ ভাবে পালন করার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। নেতাজির জন্মজয়ন্তী উদযাপনে একটি কমিটি তৈরির কথাও জানান তিনি। তার মাথায় থাকছেন অমিত। 

"আজ আমার সৌভাগ্যের দিন, আনন্দের দিন।" দুদিনের রাজ্য সফরের প্রথম দিনে উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের জন্মভিটে ঘুরে শ্রদ্ধাজ্ঞাপনের পর বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "এটা সেই জায়গা, যেখানে ভারতের সবচেয়ে তেজস্বী পুরুষ স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন। ভারতের বিশ্বজয়ের সূচনা করেছিলেন তিনি। শিকাগো ধর্ম সম্মেলনে একটা কথাতেই সারা বিশ্বে সনাতন ধর্মকে ছড়িয়ে দিয়েছিলেন স্বামীজি। ভারতের দর্শন সারা বিশ্বে ছড়িয়েছিলেন। তাঁর সেই ভাবাদর্শ মেনেই আমরা পথ চলি। সরকার পরিচালনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।"  

একইসঙ্গে Amit Shah আরও বলেন, "সেদিন যেমন স্বামীজীকে প্রয়োজন ছিল, আজকের সাম্প্রতিক বিশ্বের পরিস্থিতিতে স্বামী বিবেকানন্দের প্রয়োজনীয়তা আরও বেশি। তিনি আধ্যাত্মিকতার সঙ্গে আধুনিকতাকে মিলিয়ে দিয়েছিলেন। " কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে সকাল থেকেই সাজ সাজ রব সিমলা স্ট্রিটে। অমিত শাহ পৌঁছতেই তাঁকে বরণ করে নেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা। সিমলা স্ট্রিটে পৌঁছেই বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন অমিত শাহ।

এরপর সংস্কৃত শ্লোক উচ্চারণের মধ্যে দিয়ে মন্ত্রপাঠ করে পুজো দেন সেখানে। মাল্যদান করেন রামকৃষ্ণ ও সারদা মায়ের ছবিতেও। তারপর তিনি ঘুরে দেখেন স্বামী বিবেকানন্দের জন্মভিটে। সূচি অনুযায়ী, মিনিট ১৫ সিমলা স্ট্রিটে থাকার কথা থাকলেও, স্বামী বিবেকানন্দের জন্মভিটেয় তার থেকে বেশি সময়ই কাটান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও ভোটের আগে বারংবার বঙ্গসফরকে তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল। স্বামী বিবেকানন্দের জন্মতিথি স্রেফ উপলক্ষ বলেই মন করছেন তাঁরা। 

.