অনুপ্রবেশকারী তাড়াতে স্পিকারের মুখে ফাইল ছুড়েছিলেন মমতা, অতীত মনে করালেন অমিত

নাগরিকত্ব বিল পাশে তৃণমূল কংগ্রেস বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন অমিত শাহ।

Updated By: Oct 1, 2019, 04:51 PM IST
অনুপ্রবেশকারী তাড়াতে স্পিকারের মুখে ফাইল ছুড়েছিলেন মমতা, অতীত মনে করালেন অমিত

নিজস্ব প্রতিবেদন: অনুপ্রবেশকারী হঠানোর দাবিতে স্পিকারের মুখে ফাইল ছুড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় এসে তৃণমূল নেত্রীকে অতীতকে স্মরণ করিয়ে দিলেন অমিত শাহ। এদিন বিজেপির সর্বভারতীয় স্পষ্ট করেন, এনআরসি নিয়ে উস্কানি দিচ্ছেন মমতা। শরণার্থীরা কেউ দেশ ছাড়বেন না। অনুপ্রবেশকারীরা এখানে থাকতে পারবেন না। 

নেতাজি ইন্ডোরে বিজেপির জনজাগরণ সভায় অমিত শাহ বলেন,''এনআরসি নিয়ে সত্য বলতে এসেছি। এনআরসি হলে হিন্দু শরণার্থীদের বাংলা ছাড়তে হবে না। মিথ্যা রটানো হচ্ছে। আজ বাংলার জনতাকে আশ্বাস দিচ্ছি, শরণার্থীদের বিশেষ করে হিন্দুদের ভারত সরকার দেশ ছাড়তে বলবে না।''  

নাগরিকত্ব বিল পাশে তৃণমূল কংগ্রেস বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন অমিত শাহ। তাঁর কথায়,''সংবেদনশীল ব্যাপারে উস্কানি দিচ্ছেন মমতা। হিন্দু শরণার্থীদের অভিশাপ আপনাকে ডুবিয়ে দেবে। এনআরসি-র আগে নাগরিকত্ব বিল আনবে সরকার। ভারতে যত হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, ক্রীশ্চান সবাইনাগরিকত্ব পাবেন। শরণার্থীরা ভোটাধিকার পাবেন। আগামী দিনে প্রধানমন্ত্রীও হতে পারবেন শরণার্থীরা। অথচ নাগরিকত্ব বিল পেশের সময় তৃণমূলের সাংসদরা রাজ্যসভা চলতে দেননি।'' 

তৃণমূল নেত্রীর অতীত মনে করিয়ে অমিত বলেন,''মমতা যখন বিরোধী ছিলেন অনুপ্রবেশকারীরা তখন বামেদের ভোট দিত। উনি অনুপ্রবেশকারী ইস্যুতে সংসদ চলতে দেননি। স্পিকারের মুখে ফেলেছিলেন। এখন অনুপ্রবেশকারীরা ওনার ভোটব্যাঙ্ক হয়ে গিয়েছে।'' 

অমিতের হুঙ্কার, অনুপ্রবেশকারীদের ঢুকতে দেব না। শরণার্থীদের উস্কানি দিচ্ছেন মমতা। দেশের নিরাপত্তার জন্য কোনও অনুপ্রবেশকারীকে থাকতে দেব না। আর শরণার্থীদের তাড়াতে দেব না।          

আরও পড়ুুন- 'বাংলাকে পাকিস্তান করার চক্রান্ত চলছে, NRC করুন', অমিতের কাছে আর্জি সব্যসাচীর

.