পঞ্চায়েত ভোট সুষ্টুভাবে করতে সর্বদল বৈঠকের ডাক কমিশনের

পঞ্চায়েত ভোট যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় তার জন্য আগামী মঙ্গলবার সর্বদল বৈঠকে বসবে রাজ্য নির্বাচন কমিশন। তার আগে সোমবার জেলার পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করবে কমিশন। মঙ্গলবার সর্বদলের পাশাপাশি ডিজি এবং স্বরাষ্ট্রসচিবের সঙ্গেও বৈঠক করবে কমিশন। ৩ এবং ৪ জুলাই জেলাশাসক এবং পুলিস সুপারদের সঙ্গে বৈঠক করার কথা। সুপ্রিম কোর্ট পঞ্চায়েত ভোটের জন্য যে সময়সীমা ধার্য করেছে, তার মধ্যে রমজান মাস পড়ছে। রয়েছে উল্টোরথ। এর পাশাপাশি ক্যালেন্ডারের নিয়ম মেনে সেই সময় ভরা বর্ষা চলার কথা। এই পরিস্থিতিতে কীভাবে ভোটপর্ব নির্বিঘ্নে সারা যায়, তা নিয়ে আলোচনার জন্য সব দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

Updated By: Jun 29, 2013, 09:08 PM IST

পঞ্চায়েত ভোট যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় তার জন্য আগামী মঙ্গলবার সর্বদল বৈঠকে বসবে রাজ্য নির্বাচন কমিশন। তার আগে সোমবার জেলার পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করবে কমিশন। মঙ্গলবার সর্বদলের পাশাপাশি ডিজি এবং স্বরাষ্ট্রসচিবের সঙ্গেও বৈঠক করবে কমিশন। ৩ এবং ৪ জুলাই জেলাশাসক এবং পুলিস সুপারদের সঙ্গে বৈঠক করার কথা। সুপ্রিম কোর্ট পঞ্চায়েত ভোটের জন্য যে সময়সীমা ধার্য করেছে, তার মধ্যে রমজান মাস পড়ছে। রয়েছে উল্টোরথ। এর পাশাপাশি ক্যালেন্ডারের নিয়ম মেনে সেই সময় ভরা বর্ষা চলার কথা। এই পরিস্থিতিতে কীভাবে ভোটপর্ব নির্বিঘ্নে সারা যায়, তা নিয়ে আলোচনার জন্য সব দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

.