Aliah University Student Killed: বছরের শুরুতেই শহরে গতির বলি, বিশ্ববিদ্যালয়ের সামনেই পড়ুয়াকে পিষে দিল বেপরোয়া গাড়ি
বিশ্ববিদ্য়ালয় থেকে ঢিল ছোড়া দৃরত্বে ওই ঘটনা ঘটেছে। এনিয়ে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে। ঘটনার পরই রাস্তা অবরোধ করেন পড়ুয়ারা। তাদের অভিযোগ, প্রবল গতিতে বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে গাড়ি চলাচল করে। পুলিসের কোনও নিয়ন্ত্রণ নেই
নান্টু হাজরা: বছরের প্রথম দিনেই শহরে গতির বলি বিশ্ববিদ্যায়ের ছাত্র। সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ রাজারহাটে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে হেঁটে ইকোস্পেসের দিকে যাচ্ছিলেন ওই পড়ুয়া। সেইসময় কদমপুর মোড়ের দিক থেকে বেপরোয়া গতিতে একটি গাড়ি এসে ধাক্কা মারে ওই পড়ুয়াকে। প্রবল ধাক্কায় সার্ভিস রোড়ে ছিটকে পড়েন শাকিল আহমেদ নামে ওই পড়ুয়া। গাড়ির ধাক্কায় রাস্তায় ব্যারিকেড দুমড়ে মুচড়ে যায়। পুলিস এসে তাকে তুলে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেল চিকিত্সকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন-দিল্লিতে বাজিমাত কলকাতার কৌস্তভের! বাংলা পেয়ে গেল দশম গ্র্যান্ডমাস্টার
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ভূগোলের ছাত্র ছিলেন শাকিল আহমেদ। দ্বিতীয় বর্ষের ছাত্র। বাড়ি মুর্শিদাবাদের ইসলামপুরে। ধাক্কা মারার পর গাড়িটি উধাও হয়ে যায়। ঘাতক গাড়িটিকে চিহ্নিত করতে তদন্তে নেমেছে টেকনোসিটি থানার পুলিস। রাস্তার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করার কাজ চলছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা হচ্ছে। তার জানিয়েছেন, প্রবল গতিতে এসে গাড়িটি শাকিলকে ধাক্কা মেরে বেপাত্তা হয়ে যায়।
বিশ্ববিদ্য়ালয় থেকে ঢিল ছোড়া দৃরত্বে ওই ঘটনা ঘটেছে। এনিয়ে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে। ঘটনার পরই রাস্তা অবরোধ করেন পড়ুয়ারা। তাদের অভিযোগ, প্রবল গতিতে বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে গাড়ি চলাচল করে। পুলিসের কোনও নিয়ন্ত্রণ নেই। অবিলম্বে ঘাতক গাড়িটিকে ধরতে হবে। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিস বাহিনী। পুলিস বিক্ষোভকারী পড়ুয়াদের বুঝিয়ে অবেরোধ তোলার চেষ্টা করে। কিন্তু পড়ুয়ারা অনড়।