Kolkata Summer: বৃষ্টি ছাড়াই ৫৫ দিন, জ্বালাপোড়া ধরবে গায়ে, কলকাতার গরম নিয়ে অশনিসংকেত!

 বৃষ্টি না হওয়ার জন্য শুধু স্থানীয় পরিস্থিতি দায়ি নয়, বাইরের প্রভাবও আছে। ২৮ তারিখ পর্যন্ত কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Updated By: Apr 25, 2022, 05:19 PM IST
Kolkata Summer: বৃষ্টি ছাড়াই ৫৫ দিন, জ্বালাপোড়া ধরবে গায়ে, কলকাতার গরম নিয়ে অশনিসংকেত!
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন : কলকাতাবাসীর জন্য দুঃসংবাদ। কলকাতায় এখনই কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। কলকাতায় আজ ও আগামী কয়েকদিন একইরকম গরম ও অস্বস্তিকর পরিস্থিতি থাকবে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, কলকাতায় মূলত শুষ্ক আবহাওয়া ও লু-এর মতো পরিস্থিতি থাকবে। কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে না উঠলেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। যার ফলে গায়ে জ্বালাপোড়া ধরবে, খুব বেশি ঘাম হবে না। সন্ধ্যা ৬টার পরেও অস্বস্তি বজায় থাকবে। আপাতত ২৮ তারিখ পর্যন্ত কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

প্রসঙ্গত, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ফেব্রুয়ারির পর গত ৫৫ দিন ধরে কলকাতায় কোনও বৃষ্টি হয়নি। যার ফলে এই অস্বস্তিকর গরম কলকাতায়। এখন বৃষ্টি না হওয়ার জন্য শুধু স্থানীয় পরিস্থিতি দায়ি নয়, বাইরের প্রভাবও আছে। কলকাতায় ঢোকার সময় অনেকটা পথ স্থলভূমি এলাকার উপর দিয়ে আসছে বাতাস। ফলে সেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকছে। এখানে বৃষ্টি হচ্ছে না। অন্যদিকে, শীত দীর্ঘস্থায়ী হওয়ার কারণেই উত্তর-পশ্চিমের শুষ্ক হাওয়াও ঢুকছে। তাই আরওই শুষ্ক হয়েছে আবহাওয়া। সেইসঙ্গে লা নিনার এফেক্ট। 

উল্লেখ্য, রবিবার দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় তাপপ্রবাহ রেকর্ড হয়েছে। আজ সোমবারও দক্ষিণবঙ্গে পারদ কোথাও ৪৪ ছুঁই ছুঁই। কোথাও ৪৩ ডিগ্রি, কোথাও আবার ৪২ ডিগ্রি। সঙ্গে তাপপ্রবাহ। ২৮ তারিখের পর বাংলাদেশ ঘেঁষা কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। যদিও ২ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা বেশি।

আরও পড়ুন, Hottest Summer In Bengal: উষ্ণতম এপ্রিল! বৈশাখেই ৪৪ ছুঁই ছুঁই পারদ, সঙ্গে তাপপ্রবাহ, প্রবল দাবদাহে অতিষ্ঠ রাজ্যবাসী

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.