আকবের `ইউ টার্ন` দেখে প্রেস ক্লাবে বিস্ময়

নরেন্দ্র মোদীর ঢালাও প্রশংসা। সঙ্গে নিজের ছেড়ে আসা দলের তীব্র সমালোচনা। আজ কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন সদ্য বিজেপি-তে যোগ দেওয়া খ্যাতনামা সংবাদিক এম জে আকবর। এড়িয়ে গেলেন সাংবাদিকদের বেয়াড়া প্রশ্নের জবাবও। এক্কেবারে পাক্কা রাজনীতিকের ঢঙেই।

Updated By: Mar 30, 2014, 04:42 PM IST

নরেন্দ্র মোদীর ঢালাও প্রশংসা। সঙ্গে নিজের ছেড়ে আসা দলের তীব্র সমালোচনা। আজ কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন সদ্য বিজেপি-তে যোগ দেওয়া খ্যাতনামা সংবাদিক এম জে আকবর। এড়িয়ে গেলেন সাংবাদিকদের বেয়াড়া প্রশ্নের জবাবও। এক্কেবারে পাক্কা রাজনীতিকের ঢঙেই।

রবিবারের দুপুর। কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি স্বনামধন্য সাংবাদিক এম জে আকবর।

সদ্য বিজেপি-তে যোগ দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ। তাই ছেড়ে আসার দলের সমালোচনাও করলেন প্রত্যাশিত ভাবেই। নিজেও দাঙ্গার শিকার হয়েছিলেন। সে সময় মুর্শিদাবাদের বাড়ি থেকে তাঁকে নিরাপদ আস্তানায় পাঠানোর ব্যবস্থা করেছিলেন রাজ্যের তত্কালীন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসু। নিজেই সে কথা বলেছিলেন এম জে আকবর। তাহলে ২০০২ সালে গুজরাট দাঙ্গায় বারবার নাম জড়ানো নরেন্দ্র মোদীর সঙ্গে কেন তিনি? এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবটা কিন্তু এড়িয়েই গেলেন এম জে।

সাংবাদিক হিসেবে নানা বেয়াড়া প্রশ্ন করে নিজেই অস্বস্তিতে ফেলেছেন অনেককে। রবিবার ২৪ ঘণ্টার সাংবাদিকের প্রশ্নটা এড়িয়ে গিয়ে এম জে আকবর বোঝালেন, প্রশ্নটা সত্যিই তাঁর কাছে বেশ বেয়াড়া।

.