যাত্রী তোলাকে কেন্দ্র করে অটোচালক ও টোটোচালকদের মধ্যে সংঘর্ষ নিউটাউনে

ওয়েব ডেস্ক: যাত্রী তোলাকে কেন্দ্র করে অটো চালক ও টোটো চালকদের মধ্যে সংঘর্ষ। আজ সকালে অটো ও টোটো চালকদের মধ্যে সংঘর্ষ হয় নিউটাউনের বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায়। এখানে অটো এবং টোটো দুয়েরই স্ট্যান্ড রয়েছে।

যাত্রী তোলাকে কেন্দ্র করে প্রথমে বচসা বাধে দুপক্ষের মধ্যে। টোটো চালকদের অভিযোগ, এরপরেই দলবল নিয়ে হামলা চালায় অটো চালকরা। বেধড়ক মারধর করা হয় তাদের। পাল্টা অভিযোগ তুলেছে অটোচালকরাও। সংঘর্ষে দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে নিউটাউন থানায়। দীর্ঘদিন ধরেই এমন গণ্ডগোল চলছে বলে অভিযোগ দুপক্ষেরই।

English Title: 
AGITATION BETWEEN AUTO DRIVER AND TOTO DRIVER AT NEW TOWN
News Source: 
Home Title: 

যাত্রী তোলাকে কেন্দ্র করে অটোচালক ও টোটোচালকদের মধ্যে সংঘর্ষ নিউটাউনে

যাত্রী তোলাকে কেন্দ্র করে অটোচালক ও টোটোচালকদের মধ্যে সংঘর্ষ নিউটাউনে
Yes
Is Blog?: 
No