বুধবার ফের ট্যাক্সি ধর্মঘট

রাজ্য সরকার দাবি না মানায় বুধবার ফের ট্যাক্সি ধর্মঘটের ডাক দিল সিটু সহ বামপন্থী শ্রমিক সংগঠলগুলি। এর ফলে ফের হয়রানির শিকার হতে হবে যাত্রীদের। শুধু বুধবারই নয়। তাঁদের হুমকি, জোর করে ধর্মঘট মোকাবিলা করার চেষ্টা করা হলে বৃহস্পতিবারও রাস্তায় নামবে না কোন ট্যাক্সি।

Updated By: Sep 2, 2014, 04:44 PM IST
বুধবার ফের ট্যাক্সি ধর্মঘট

ওয়েব ডেস্ক: রাজ্য সরকার দাবি না মানায় বুধবার ফের ট্যাক্সি ধর্মঘটের ডাক দিল সিটু সহ বামপন্থী শ্রমিক সংগঠলগুলি। এর ফলে ফের হয়রানির শিকার হতে হবে যাত্রীদের। শুধু বুধবারই নয়। তাঁদের হুমকি, জোর করে ধর্মঘট মোকাবিলা করার চেষ্টা করা হলে বৃহস্পতিবারও রাস্তায় নামবে না কোন ট্যাক্সি।

তাঁদের অভিযোগ, সরকার সমস্যার সমাধানের বদলে পুলিসকে দিয়ে জুলুম আরও কয়েকগুন বাড়িয়েছে। নো রিফিউজালের নামে পাঁচ থেকে ছ হাজার টাকা পর্যন্ত পুলিস ফাইন করছে বলে অভিযোগ করেছেন তাঁরা। বাসের ভাড়া বাড়লে ট্যাক্সি ভাড়া বাড়বে না কেন, ট্যাক্সি ধর্মঘটের এটাও অন্যতম ইস্যু।

.