ফের মেট্রোর লাইনে আত্মহত্যা, অফিসের ব্যস্ত সময়ে ব্য়াহত পরিষেবা
অফিস টাইমে ব্যাহত পরিষেবা...
Updated By: Oct 14, 2019, 10:12 AM IST
নিজস্ব প্রতিবেদন: ফের মেট্রো লাইনে ঝাঁপ দেন এক যাত্রী। সোমবার দিনের শুরুতেই গীতাঞ্জলী স্টেশনের আপ লাইনে ঝাঁপ দেয় সে। অফিস টাইমে ব্যাহতপরিষেবা। চরম দুর্ভোগে পরেছেন নিত্য যাত্রীরা। আপাতত বন্ধ রয়েছে কবি সুভাষ থেকে মহানায়ক উত্তমকুমারে ট্রেন চলাচল। যদিও নোয়াপাড়া থেকে কবি সুভাষে মেট্রো পরিষেবা চালু রয়েছে।
রেকটিকে এখনও সরানো সম্ভব হয়নি। আরপিএফ থেকে প্রত্যেকেই বিশেষ তৎপরতায় রেকটি সরানোর কাজ করছেন। তবে যাত্রীটি পুরুষ না মহিলা তা এখনও জানা যায়নি। মেট্রো সূত্রে খবর, আজ সকাল ৯:৩৮ নাগাদ লাইনে ঝাঁপ দেন ওই যাত্রী।
আরও পড়ুন: বাসন্তীতে নিজের ঘরের মধ্যেই মিলল গৃহবধূর নলি কাটা দেহ, সন্দেহ স্বামীর দিকে
Tags: