BJP শীর্ষ নেতৃত্বের জরুরি তলব, বুধবার ফের দিল্লি যাচ্ছেন Suvendu

বিরোধী দলনেতার বারবার দিল্লি যাত্রা নিয়ে চড়ছে জল্পনা। 

Updated By: Jun 21, 2021, 02:02 PM IST
BJP শীর্ষ নেতৃত্বের জরুরি তলব, বুধবার ফের দিল্লি যাচ্ছেন Suvendu

নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় নেতৃত্বের জরুরি তলব। সূত্রের খবর, বুধবার ফের দিল্লি যাচ্ছেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সফরে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। সম্ভবত, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ও দলের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হতে পারে। 

কয়েক সপ্তাহ আগেই দিল্লিতে গিয়ে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন শুভেন্দু। রাজ্যের ভোট পরবর্তী হিংসার অভিযোগে কেন্দ্রীয় নেতাদের সামনে সরব হয়েছিলেন তিনি। রাজ্যের দল পরিচালনার ক্ষেত্রে নিয়েছিলেন গুরুত্বপূর্ণ টোটকা। শুভেন্দু ফিরে আসার পরই তড়িঘড়ি দিল্লি উড়ে যান জগদীপ ধনখড়। সেখানে গিয়ে আলাদ আলাদা ভাবে রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, জাতীয় মানবাধিকার কমিশেনের চেয়ারম্যান, কেন্দ্রীয় কয়লা ও সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনিও। বিরোধী দলনেতার সুরেই রাজ্যের আইনশৃঙ্খলা ইস্যুতে সরব হন তিনিও।

আরও পড়ুন: জন বার্লার পর সৌমিত্র খাঁ, এবার রাঢ়বঙ্গ ভেঙে আলাদা রাজ্যের দাবি জানালেন BJP সাংসদ

আরও পড়ুন: ১৮ হাজার ফিট উচ্চতায় যোগ দিবস পালন! লাদাখের হাড়কাঁপানো ঠান্ডায় যোগাসন ITBP-কর্মীদের

গতকাল রাজ্যপালের সঙ্গে ফের একপ্রস্ত বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। সম্ভবত বুধবার আবার দিল্লি যাচ্ছেন তিনি। ফলে তাঁর এই বারবার দিল্লি যাত্রা নিয়ে চড়ছে জল্পনা। 

.