ফের কলকাতায় করোনা আক্রান্ত এক চিকিত্সকের মৃত্যু

শুক্রবার সকাল ১০:২০ নাগাদ ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত চিকিৎসক তরুনকুমার বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭৮।

Updated By: Jul 31, 2020, 02:01 PM IST
ফের কলকাতায় করোনা আক্রান্ত এক চিকিত্সকের মৃত্যু
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন:  ফের করোনা আক্রান্ত এক চিকিৎসকের মৃত্যু কলকাতায়।

শুক্রবার সকাল ১০:২০ নাগাদ ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত চিকিৎসক তরুনকুমার বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭৮।

 তিনি বেসরকারি হাসপাতাল সিএমআরআই-এর জেনারেল মেডিসিনের চিকিত্সক ছিলেন।
হাসপাতাল সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই তিনি বিভিন্ন উপসর্গ ভুগছিলেন। জ্বর, শ্বাসকষ্ট ছিল। অবস্থার কিছুটা অবনতি হওয়ায় তাকে ভর্তি করানো হয়েছিল ঢাকুরিয়া আমরি হাসপাতালে। করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট মেলে।

আরও পড়ুন: ১৫ অগস্টই কি দেশে কোভ্যাকসিন আসবে? ভারতবাসীর স্বাস্থ্য সুরক্ষাই ICMR এর পাখির চোখ

মাস দেড়েক আগে ওই চিকিৎসকের শরীরে স্টেন্ট বসানো হয়েছিল। তারপর থেকে তিনি সুস্থ ছিলেন কিন্তু আচমকাই ফের করোনা আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন।

.