সেন্ট্রাল মেট্রো স্টেশনে রেকের নীচে ধোঁয়া, পাতালপথে আগুন-আতঙ্ক
সেন্ট্রাল মেট্রো স্টেশনে আগুন আতঙ্ক। মেট্রোর রেকের নীচ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়।
নিজস্ব প্রতিবেদন: পাতাল পথে ফের আগুন আতঙ্ক। সেন্ট্রাল মেট্রো স্টেশনে আগুন আতঙ্ক। মেট্রোর রেকের নীচ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। হুড়োহুড়ি করে মেট্রো স্টেশন থেকেবেরোতে চেষ্টা করেন তাঁরা। মাইকিং করে যাত্রীদের আশ্বস্ত করতে থাকে মেট্রো কর্তৃপক্ষ।
যাত্রীদের দাবি, দুপুর সওয়া দুটো নাগাদ সেন্ট্রাল স্টেশনে দমদমগামী একটি মেট্রো ঢুকতেই তার নীচ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। আতঙ্কিত যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। খবর দেওয়া হয় পুলিস ও দমকলকে। দমকল বিভাগের কর্মীরা গিয়ে বিষয়টি খতিয়ে দেখেন।
এদিকে, যাত্রীদের আশ্বস্ত করতে মাইকিং শুরু করে মেট্রো কর্তৃপক্ষ। ঘটনার জেরে ব্যাহত হয় মেট্রো চলাচল। বিভিন্ন মেট্রো স্টেশনে আটকে পড়ে একাধিক ট্রেন। সেন্ট্রাল মেট্রো স্টেশনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর শুরু হয় মেট্রো চলাচল। তবে কী কারণে ধোঁয়া , তা এখনও স্পষ্ট নয়। রেকটিকে পরীক্ষা করে দেওয়া হচ্ছে।