বসিরহাটের ঘটনার পর শান্তি বজায় রাখার আবেদন কলকাতা পুলিসের

বসিরহাটের ঘটনার পর শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছে কলকাতা পুলিস। বলা হয়েছে, নানা গুজব ছড়ানো হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ক্ষতিকর প্রচেষ্টা চলছে। এসবে গুরুত্ব দেবেন না। শান্তি বজায় রাখাটাই গুরুত্বপূর্ণ। যাঁরা ধর্মীয় বিভাজন তৈরি করতে চাইছেন তাঁদের কথায় বিভ্রান্ত হবেন না। কেউ গুজব ছড়ালে ১০০ ডায়াল করে জানান।

Updated By: Jul 5, 2017, 09:39 AM IST
বসিরহাটের ঘটনার পর শান্তি বজায় রাখার আবেদন কলকাতা পুলিসের

ওয়েব ডেস্ক: বসিরহাটের ঘটনার পর শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছে কলকাতা পুলিস। বলা হয়েছে, নানা গুজব ছড়ানো হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ক্ষতিকর প্রচেষ্টা চলছে। এসবে গুরুত্ব দেবেন না। শান্তি বজায় রাখাটাই গুরুত্বপূর্ণ। যাঁরা ধর্মীয় বিভাজন তৈরি করতে চাইছেন তাঁদের কথায় বিভ্রান্ত হবেন না। কেউ গুজব ছড়ালে ১০০ ডায়াল করে জানান।

প্রসঙ্গত, গোষ্ঠী সংঘর্ষের পর উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া, বসিরহাট-সহ কয়েকটি জায়গা আজও থমথমে। অধিকাংশ দোকানপাট বন্ধ। আজ বন্ধ থাকছে স্কুলও। পরিস্থিতি মোকাবিলায় কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। সাধারণ মানুষকে বুঝিয়ে অবস্থা আয়ত্বে রাখার চেষ্টা হচ্ছে।

.