জাঠার সাফল্যের পর এবার লং মার্চের কর্মসূচি বামেদের
জাঠার সাফল্যের পর এবার লং মার্চের কর্মসূচি বামেদের। আগামী বিধানসভা নির্বাচন আসতে চলেছে। বছর ফুরোলেই শুরু হয়ে যাবে নির্বাচনের তোড়জোড়। তার আগে জাঠা থেকে আশানুরূপ সাফল্য পেয়েছে বামেরা। আর এই সাফল্য ধরে রাখার জন্যই আগামী জানুয়ারি মাসের শুরুতেই এই রাজ্যে লং মার্চ করবে বামেরা। প্রথম লং মার্চটি হবে সিঙ্গুর থেকে শালবনিতে। দ্বিতীয় লং মার্চটি হবে কাকদ্বীপ থেকে কামদুনি পর্যন্ত। ওই লং মার্চ থেকেই সারদা ইস্যুতে সরকারের বিরুদ্ধে সুর চড়াবে বামেরা। রয়েছে লাগাতার সিবিআই অফিস ঘেরাওয়ের কর্মসূচি। সারদা তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের দাবি তুলবেন বামেরা।
ওয়েব ডেস্ক: জাঠার সাফল্যের পর এবার লং মার্চের কর্মসূচি বামেদের। আগামী বিধানসভা নির্বাচন আসতে চলেছে। বছর ফুরোলেই শুরু হয়ে যাবে নির্বাচনের তোড়জোড়। তার আগে জাঠা থেকে আশানুরূপ সাফল্য পেয়েছে বামেরা। আর এই সাফল্য ধরে রাখার জন্যই আগামী জানুয়ারি মাসের শুরুতেই এই রাজ্যে লং মার্চ করবে বামেরা। প্রথম লং মার্চটি হবে সিঙ্গুর থেকে শালবনিতে। দ্বিতীয় লং মার্চটি হবে কাকদ্বীপ থেকে কামদুনি পর্যন্ত। ওই লং মার্চ থেকেই সারদা ইস্যুতে সরকারের বিরুদ্ধে সুর চড়াবে বামেরা। রয়েছে লাগাতার সিবিআই অফিস ঘেরাওয়ের কর্মসূচি। সারদা তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের দাবি তুলবেন বামেরা।