পরিবেশ আদালতের মঞ্জুরি মিলতেই যুদ্ধকালীন তত্পরতায় রাস্তা মেরামতি পুরসভার

হাতে চার মাস সময়। এর মধ্যেই সব রাস্তা মেরামতির কাজ শেষ করতে চায় পুরসভা।

Updated By: Dec 21, 2018, 11:48 PM IST
পরিবেশ আদালতের মঞ্জুরি মিলতেই যুদ্ধকালীন তত্পরতায় রাস্তা মেরামতি পুরসভার

নিজস্ব প্রতিবেদন: যুদ্ধকালীন তত্পরতায় মহানগরীর রাস্তা মেরামতে নামল কলকাতা পুরসভা।  পরিবেশ আদালতের নির্দেশে বন্ধ ছিল হট মিক্স প্ল্যান্ট। কাজেই বন্ধ ছিল রাস্তা মেরামতের কাজ। প্ল্যান্ট চালাতে চার মাস ছাড় পেতেই  পিচ, রোলার নিয়ে কোমর বেঁধে রাস্তায় পুরকর্মীরা।

জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে বন্ধ ছিল রাস্তা পিচ করার কাজ। শিকেয় উঠেছিল রাস্তা মেরামতির কাজ। ফলে শহরের বিভিন্ন রাস্তা ভেঙেচুরে খানাখন্দে ভর্তি হয়ে গিয়েছিল। কিন্তু সংস্কার করা যাচ্ছিল না। শেষ পর্যন্ত হট মিক্স প্ল্যান্ট চালাতে ৪ মাসের ছাড় দিয়েছে জাতীয় পরিবেশ আদালত। আর নির্দেশ পেয়েই তত্পর হন মেয়র ফিরহাদ হাকিম। 

হাতে চার মাস সময়। এর মধ্যেই সব রাস্তা মেরামতির কাজ শেষ করতে চায় পুরসভা। সব কাউন্সিলরকে নিজের এলাকার খারাপ রাস্তার তালিকা তৈরি করতে  বলা হয়েছে। বারবার রাস্তা খোঁড়া রুখতে জল, ফোনের তারের জন্য আলাদা ইউটিলিটি টানেল তৈরি করা হচ্ছে। প্রথম দিন লেকগার্ডেন্স, কসবা, খিদিড়পুর, সেন্ট্রাল অ্যাভনিউ সহ বেশ কিছু এলাকায় রাস্তার কাজ শুরু হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই শহরের পথ যন্ত্রণার অবসান ঘটবে আশা পুরসভার। 

আরও পড়ুন- উল্টোডাঙা থেকে নতুন সেতুর সঙ্গে জুড়ছে বিবেকানন্দ উড়ালপুল

.