বাগযুদ্ধে মুখোমুখি ফিরহাদ-অধীর

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধিতার জেরে ফের কংগ্রেসকে কটাক্ষ করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। গতকাল হাওড়ায় বলেছিলেন মন্ত্রিসভা থেকে কংগ্রেস চাইলেই বেরিয়ে যেতে পারে। কেউ তাদের আটকে রাখেনি। আর আজ এক ধাপ এগিয়ে তিনি বলেন, দিল্লির কংগ্রেসই তাকিয়ে রয়েছে তৃণমূলের দিকে।

Updated By: Jun 17, 2012, 10:00 PM IST

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধিতার জেরে ফের কংগ্রেসকে কটাক্ষ করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। গতকাল হাওড়ায় বলেছিলেন মন্ত্রিসভা থেকে কংগ্রেস চাইলেই বেরিয়ে যেতে পারে। কেউ তাদের আটকে রাখেনি।
আর আজ এক ধাপ এগিয়ে তিনি বলেন, দিল্লির কংগ্রেসই তাকিয়ে রয়েছে তৃণমূলের দিকে। তৃণমূলের কংগ্রেসকে প্রয়োজন নেই। ইউপিএ সরকারকে তাচ্ছিল্য করার পাশাপাশি কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী সম্পর্কেও কটুক্তি করেছেন তিনি। তাঁর অভিযোগ, অধীর চৌধুরী ক্রিমিনাল।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফিরহাদ হাকিমকে পাল্টা কটাক্ষ করেছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ। তাঁদের বাগযুদ্ধ দেখুন এখানে

.