Left-Congress জোটে সিলমোহর হাইকম্যান্ডের, স্বাগত জানালেন Sujan

গত বিধানসভা ভোটে বাম-কংগ্রেস সমঝোতা হয়েছিল বাংলায়। তবে ভোটের পর দুই শিবিরকে কদাচিৎ একত্রে দেখা গিয়েছিল।

Updated By: Dec 24, 2020, 11:44 PM IST
Left-Congress জোটে সিলমোহর হাইকম্যান্ডের, স্বাগত জানালেন Sujan

নিজস্ব প্রতিবেদন: বাম-কংগ্রেস জোটে সিলমোহর দিল কংগ্রেস হাইকম্যান্ড। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) জানান, বাংলায় একসঙ্গে শাসক দলের বিরুদ্ধে লড়াই করব। হাইকম্যান্ডের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakroborty) বলেন, 'বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে সমস্ত শক্তিকে একজোট হতে হবে।'       

গত বিধানসভা ভোটে বাম-কংগ্রেস সমঝোতা হয়েছিল বাংলায়। তবে ভোটের পর দুই শিবিরকে কদাচিৎ একত্রে দেখা গিয়েছিল। ২০১৯-র লোকসভা ভোটে কথা এগালেও আসন রফা নিয়ে ভেস্তে গিয়েছে জোট। আলাদা আলাদা লড়াই করে ভরাডুবি হয়েছে বাম-কংগ্রেসের। তারপরই আবার কাছাকাছি আসতে শুরু করে দুই দল। যৌথ কর্মসূচিও নেওয়া হয়েছে। বিধানভবনেও যান বিমান বসুরা। এর মধ্যেই গত অক্টোবরে বাংলা থেকে পাঠানো খসড়ায় অনুমোদন দিয়েছে সিপিএমের কেন্দ্রীয় কমিটি। তারা জানিয়েছে, তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করতে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে পশ্চিমবঙ্গে লড়াই করবে বামফ্রন্ট। এবার জোট নিয়ে সিলমোহর দিল হাইকম্যান্ডও। বস্তুত নির্বাচনী সমঝোতা যে হচ্ছে তা বোঝা গিয়েছিল প্রদেশ নেতৃত্বের সঙ্গে নভেম্বরে রাহুলের ভার্চুয়াল বৈঠকেই।  এ দিন অধীর চৌধুরী (Adhir Chowdhury) টুইটারে লিখেছেন,'পশ্চিমবঙ্গে বামেদের সঙ্গে নির্বাচনী সমঝোতায় অনুমোদন দিয়েছে কংগ্রেস হাইকম্যান্ড।'    

সিপিএমের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী (Sujan Chakroborty) বলেন,'স্বৈরাচারী ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে বিকল্প জোট। এআইসিসি সিলমোহর দেওয়ায় আগামী যৌথভাবে এগোতে সুবিধা হবে।'

আরও পড়ুন- 'সিঙ্গুরে শিল্প করার আর সময় কোথায়?' Mamata-র ঘোষণায় প্রশ্ন Sujan-Locket-র

.