'এ ঝাঁকি হ্যায় সরকার বদালনা আভি বাকি হ্যায়', 'রামধনু' জনতা দেখে প্রত্যয়ী Adhir

মোদী ও দিদির মধ্যে ফারাক নেই বলে দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। 

Updated By: Feb 28, 2021, 04:33 PM IST
'এ ঝাঁকি হ্যায় সরকার বদালনা আভি বাকি হ্যায়', 'রামধনু' জনতা দেখে প্রত্যয়ী Adhir

নিজস্ব প্রতিবেদন: 'আগামী দিনে সংযুক্ত মোর্চাই থাকবে। এ ঝাঁকি হ্যায় সরকার বদালনা বাকি হ্যায়।' ব্রিগেডে এভাবেই পরিবর্তনের ডাক দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। তাঁর কথায়,'সবাই এককাট্টা হয়ে লড়তে হবে। সংযুক্ত মোর্চার লক্ষ্য ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক শক্তির জয় নিশ্চিত করা। সাম্প্রদায়িক ও স্বৈরাচারি শক্তিকে পরাজিত করতে হবে। নতুন বাংলা গড়ার নতুন পরিবর্তনের রামধনু আমরা সবাই লক্ষ্য করছি।'

বাম-কংগ্রেস ও আইএসএফ জোট শক্তিশালী বিকল্প হিসেবে উঠে এসেছে বলেও দাবি করেছেন অধীর (Adhir Chowdhury)। তিনি বলেন,'তৃণমূল বা বিজেপি নয়, বিকল্প হিসেবে জোট শক্তিশালী হচ্ছে। তৃণমূল ও বিজেপি চাইছে, তাদের মাঝে আর কেউ না আসুক। আগামী দিনে সংযুক্ত মোর্চাই থাকবে। এ ঝাঁকি হ্যায় সরকার বদালনা আভি বাকি হ্যায়। সবাই এককাট্টা হয়ে লড়তে হবে। সংযুক্ত মোর্চার লক্ষ্য ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক শক্তির জয় নিশ্চিত করা। সাম্প্রদায়িক ও স্বৈরাচারি শক্তিকে পরাজিত করতে হবে।' 

মোদী ও 'দিদি'র মধ্যে ফারাক নেই বলে দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁর কথায়, 'বাংলা ও ভারতের অর্থনীতি চুরমার হয়ে গিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ও বাংলার মুখ্যমন্ত্রীর দিদির মধ্যে ফারাক খুঁজে পাওয়া ভার! গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসার পর স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে ওরা। দিদি বলে বিরোধীশূন্য বাংলা। দিল্লিতে নরেন্দ্র মোদী কংগ্রেসমুক্ত ভারতের ডাক দিয়েছেন। বাংলায় বিরোধিতা করলে রাজদ্রোহী বলা হয়। আর দিল্লিতে বিরোধিতা করলে দেশদ্রোহী। দিদি-মোদীর রাজনৈতিক ডিএনএ এক।'

.