ম্যাচের পরেই দুর্ঘটনা

যুবভারতীতে ডার্বি ম্যাচের শেষে এক নম্বর গেটের কাছে ভিড়ের চাপে পদপিশষ্ট হয়ে আহত হলেন ছজন। এঁদের মধ্যে দুজনের আঘাত গুরুতর। গুরুতর আহত হয়েছে একটি শিশু। নাম অমর দাস।

Updated By: Nov 20, 2011, 11:57 PM IST

যুবভারতীতে ডার্বি ম্যাচের শেষে এক নম্বর গেটের কাছে ভিড়ের চাপে পদপিশষ্ট হয়ে আহত হলেন ছজন। এঁদের মধ্যে দুজনের আঘাত গুরুতর। গুরুতর আহত হয়েছে একটি শিশু। নাম অমর দাস। তার বাড়ি সল্টলেকের বালির মাঠ এলাকায়। অচৈতন্য অবস্থায় তাকে সল্টেলেকের একটি বেসরকারি হাসপাতালে আনা হয়। আইসিইউতে চিকিত্‍সার পর আপাতত সংজ্ঞা ফিরেছে তার। গুরুতর আহত অন্যজনের নাম অরিত্র ব্যানার্জি। তাঁর বাড়ি কালীঘাটে। তাঁকেও ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনেরই চিকিত্‍সার দায়িত্ব নিয়েছে মোহনবাগান ক্লাব। আহত বাকি চারজনকে প্রাথমিক চিকিত্‍সার পর ছেড়ে দেওয়া হয়।

.