Abhishek Banerjee: ফের সেতু-বিপর্যয় গুজরাটে! 'গড নাকি ফ্রডের কাজ'? প্রশ্ন অভিষেকের
তাপি জেলায় মাইন্ধোলা নদীর উপরে তৈরি সেতু এবার ভেঙে পড়ল। ক্ষতিগ্রস্ত কমপক্ষে ১৫ জন গ্রামবাসী।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের ভেঙে পড়ল সেতু। আবারও সেই গুজরাট! 'ভগবানের কাজ নাকি প্রতারণার কাজ'? ট্যুইটে বিজেপিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দু'দিকে দুটি গ্রাম। আর মাঝখান দিয়ে বইছে নদী! গুজরাটের তাপি জেলায় মাইন্ধোলা নদীর উপরে একটি সেতু তৈরি করা হয়েছিল। খরচ? ২ কোটি। এদিন সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুটি। সেতু-বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কমপক্ষে ১৫ জন গ্রামবাসী। সরকারি ইঞ্জিনিয়ার নীরর রাঠোর জানিয়েছেন, 'ঘটনার তদন্ত করা হবে। তারপরেই সেতু ভাঙার প্রকৃত কারণ জানা যাবে'।
Act of GOD or Act of FRAUD ? https://t.co/2Q9q7j9hDJ
— Abhishek Banerjee (@abhishekaitc) June 14, 2023
গুজরাট বিধানসভা তখন দোরগাড়ায়। গত বছরের ৩০ অক্টোবর ভেঙে পড়েছিল মোরবিতে মাছু নদীর উপরে ঝুলন্ত সেতুটি, তাও আবার তাও মেরামতির ৫ দিনের মাথায়! সেই দুর্ঘটনায় প্রাণ হারান কমপক্ষে ১৩৫ জন।
আরও পড়ুন: Airport Fire: কলকাতায় বিমানবন্দরের ভিতরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বিস্ফোরণ!
এদিকে গুজরাট উপকূলের ধেয়ে আসছে ঘূর্ণিঝড়ের 'বিপর্যয়'। এদিন বিকেলে ভূমিকম্প হল কচ্ছের ভাচাউ এলাকায়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩.৫। ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর নেই।