Abhishek: ভ-এ ভবানীপুর, ভ-এ ভারত, কেন্দ্রে শক্তিশালী সরকার দরকার, Mamata-ই পারবেন
বাবুল দিদিকে দেখে তৃণমূলে যোগ দিল, বললেন অভিষেক (Abhishek Banerjee)।
নিজস্ব প্রতিবেদন: উপলক্ষ ভবানীপুরে উপনির্বাচনের প্রচার। সেই প্রচারমঞ্চ থেকে আগামীর বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন,'ভবানীপুর থেকে নতুন ভারতের সূচনা হবে। ভ-এ ভবানীপুর। ভ-এ ভারত। ভবানীপুর জিতব। ভারতও জিতব।'
শনিবার ভবানীপুরের লক্ষ্মীনারায়ণ মন্দিরের সভাঘরে হিন্দিভাষী ভোটারদের একাংশের সঙ্গে বৈঠক করেন অভিষেক (Abhishek Banerjee)। আগাগোড়া হিন্দিতে তিনি বলেন,'ভবানীপুরে শুধু আমার-আপনার ভোট নয়। গোটা দেশ এই ভোটের দিকে তাকিয়ে আছে। রক্ত দিয়ে দেব। কেউ যদি হারাতে পারে ওদের সেটা আমরাই পারব। জীবন যায় যাক। ভারত আমরা জিতবই। পাঁচ ফুট দুই ইঞ্চির মহিলাকে ভয় পাচ্ছে।'
গতকালই তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলা'য় মমতাকে মুখ হিসেবে তুলে ধরা হয়েছে। এ দিন অভিষেকের কথাতেও তার ঝলক। তিনি বলেন, 'এই নির্বাচনকে হালকাভাবে নেবেন না। সবাই বিভিন্ন রাজ্য থেকে আসছেন আর বলছেন দিল্লিতে পরিবর্তন মমতাই পারবেন। কিন্তু এর জন্য আপনাদের সাহায্য চাই। এই লড়াই বিজেপি ও তৃণমূলের নয়, এটা বিজেপি বনাম মানুষের। কেন্দ্রে একটা শক্তিশালী সরকার দরকার। দেশের পরিস্থিতি খুব খারাপ। ৭ বছরে ১৪ কোটি কর্মসংস্থানের কথা বলা হল অথচ ১৪ লক্ষও হল না। পেট্রোপণ্যের দাম বাড়ছে। আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি।'
Today, All India Trinamool Congress National General Secretary Shri @abhishekaitc interacted with people from various communities and cultural backgrounds pic.twitter.com/WhED4WHGsr
— All India Trinamool Congress (@AITCofficial) September 18, 2021
অভিষেকের হাত ধরেই এ দিন তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। সেই প্রসঙ্গ তুলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) বলেন,'বাবুল দিদিকে দেখে তৃণমূলে যোগ দিল। ৩ মাসের মধ্যে তৃণমূল কোথায় পৌঁছয় আপনারা খালি দেখুন।'
আরও পড়ুন- Ronaldo-Messi নয় মরসুমের সেরা ট্রান্সফার এটাই! 'বেঞ্চে বসতে পারব না', বললেন Babul
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)