এবার জেলায় জেলায় সমাবেশ অভিষেকের

তৃণমূলের যুব কর্মীদের চাঙ্গা করতে এবার জেলায় জেলায় সমাবেশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  চলতি মাসে একাধিক জেলা সফরে যাবেন তৃণমূল  যুব কংগ্রেসের নতুন সভাপতি।  সংগঠন মজবুত করার পাশাপাশি দলের  তৃণমূল স্তরে শৃঙ্খলা ফিরিয়ে আনাকেই পাখির চোখ করেছ্ন তিনি।

Updated By: Nov 3, 2014, 10:14 AM IST
এবার জেলায় জেলায় সমাবেশ অভিষেকের
ছবি ফেসবুক থেকে

ওয়েব ডেস্ক: তৃণমূলের যুব কর্মীদের চাঙ্গা করতে এবার জেলায় জেলায় সমাবেশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  চলতি মাসে একাধিক জেলা সফরে যাবেন তৃণমূল  যুব কংগ্রেসের নতুন সভাপতি।  সংগঠন মজবুত করার পাশাপাশি দলের  তৃণমূল স্তরে শৃঙ্খলা ফিরিয়ে আনাকেই পাখির চোখ করেছ্ন তিনি।

টার্গেট আগামী বছরের পুর ভোট। দলের সাফল্য ধরে রাখতে  ময়াদানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস।  এমাসে  জেলাস্তরে সাংগঠনিক সভা করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।  জেলা সংগঠনে জোর দিচ্ছেন  ভাইপো অভিষেকও। দলের যুব কর্মীদের সংগঠিত করতে তাই জেলায় জেলায় সফরে যাবেন তৃণমূল যুব কংগ্রেসের নতুন সভাপতি।  জেলাস্তরে  প্রকাশ্য সমাবেশ করবেন তিনি। প্রথম সমাবেশ হবে মুর্শিদাবাদে।

অধীর দূর্গ মুর্শিদাবাদে এখনও সেভাবে সাফল্য পায়নি তৃণমূল কংগ্রেস। সেখানে তৃণমূলের  শক্তি বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে  ১১ নভেম্বর প্রকাশ্য সমাবেশ করবেন অভিষেক।  এর পর ১৪ নভেম্বর অভিষেক বক্তব্য রাখবেন হুগলির যুব সমাবেশে।  ১৭  জলপাইগুড়ি ও ১৮ নভেম্বর আলিপুর দুয়ারে তৃণমূল যুব সংগঠনের প্রকাশ্য সমাবেশ।   এ মাসের ২৯ তারিখ অভিষেক সভা করবেন দক্ষিণ  চব্বিশ পরগনায়।

ডিসেম্বরে দুই তারিখ পুরুলিয়া ও তিন তারিখ পূর্ব মেদিনীপুরে সমাবেশ।   রাজ্যে জুড়ে একের পর এক সন্ত্রাসের অভিযোগ উঠছে তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে। পাশাপাশি গোষ্ঠী দ্বন্দ্ব সামাল দেওয়াও নেতৃত্বের  কাছে বড় চ্যালেঞ্জ। তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্ব নিয়েই তাই   শৃঙ্খলা রক্ষায়  দলের কর্মীদের কড়া বার্তা দিয়েছিলেন  অভিষেক বন্দ্যোপাধ্যায়।  এবার  দলের নিচু তলার কর্মীদের কাছেও সেই বার্তা দিতে চলেছেন তিনি।

.