খালি হাফ প্যান্ট পরে মার্চ করলে ধর্ম হয় না, আরএসএস-বিজেপিকে নিশানা অভিষেকের

লোকসভা ভোটের আগে থেকে তৃণমূলকে হিন্দুবিরোধী প্রমাণে উঠেপড়ে লেগেছিল গেরুয়া শিবির।

Updated By: Sep 29, 2019, 10:09 PM IST
খালি হাফ প্যান্ট পরে মার্চ করলে ধর্ম হয় না, আরএসএস-বিজেপিকে নিশানা অভিষেকের

নিজস্ব প্রতিবেদন: নাম না করে আরএসএস-বিজেপিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার ফলতায় বস্ত্রবিতরণী অনুষ্ঠানে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ বলেন, ''খালি হাফ প্যান্ট পরে মার্চ করলে ধর্ম হয় না।''  
        
লোকসভা ভোটের আগে থেকে তৃণমূলকে হিন্দুবিরোধী প্রমাণে উঠেপড়ে লেগেছিল গেরুয়া শিবির। নরেন্দ্র মোদী-অমিত শাহরা নিয়মিত প্রচারে বলেছেন, এরাজ্যে রাম নাম করলে জেলে পোরা হয়। দুর্গাপুজোর বিসর্জনে বাধা দিয়েছে তৃণমূল। সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি স্কুলে। এমনকি বিজেপি নেতারা একধাপ এগিয়ে পশ্চিমবঙ্গকে পশ্চিম পাকিস্তান বা পশ্চিম বাংলাদেশ তৈরির চেষ্টা চলছে বলেও প্রচার চালিয়ে গিয়েছেন। তার ফলও মিলেছে হাতেনাতে। লোকসভা ভোটে এক ধাক্কায় ২ থেকে ১৮ সাংসদে পৌঁছে গিয়েছেন দিলীপ ঘোষরা। রবিবার ফলতায় বস্ত্রবিতরণীর অনুষ্ঠান থেকে ধর্ম নিয়ে আরএসএস-কে কটাক্ষ করলেন অভিষেক। বললেন, ''রাজনীতির ঊর্ধ্বে উঠুন, দুর্গোত্‍সব আমাদের সবচেয়ে বড় উত্‍সব। যারা বড়ো বড়ো কথা বলছেন, তাদের বলি খালি হাফ প্যান্ট পরে মার্চ করলে ধর্ম হয় না। আমরা মানুষের দুঃখে সবসময় পাশে থাকি।''

শুক্রবার হিন্দুস্তান ক্লাবের পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ''পুজোর সময় রাজনীতি করি না। কুতসা, অপপ্রচার দিয়ে ষড়যন্ত্রের জাল বোনে। আমার তাঁদের পছন্দ নয়। ৩৬৫ দিন করো, আমায় গালি দাও। মায়ের মুখ দেখে একটু হাসতে ইচ্ছে করে না? সবাই যাতে মাকে ভালবাসে সেটা ইচ্ছে করে না। ধর্ম নিয়ে প্রচার করি না। মাকে যে ভালবাসে সে বাইরে গিয়ে বলে না। বারবার অগ্নিপরীক্ষা দিয়ে প্রমাণ করতে হয় না। সীতার অগ্নিপরীক্ষা বারবার হয় না।''

আরও পড়ুন- মমতা মেরেছে-ধরেছে বলে কাঁদুনি গাইবেন না, বুথ-সংগঠন বিস্তারের নির্দেশ নাড্ডার

.