Abhishek Banerjee: ''আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারলে শহিদ মিনারের মঞ্চেই মৃত্যুবরণ করব'', চ্যালেঞ্জ অভিষেকের

এদিন মোদী সরকারকে আক্রমণ করে তাঁর দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে যেভাবে আর্থিকভাবে বাংলাকে বঞ্চিত করেছিল কেন্দ্র, তারপরও যাবতীয় প্রকল্প চালিয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।' বার বার বিজেপি সরকারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনেছেন অভিষেক।

Updated By: Mar 29, 2023, 04:46 PM IST
Abhishek Banerjee: ''আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারলে শহিদ মিনারের মঞ্চেই মৃত্যুবরণ করব'', চ্যালেঞ্জ অভিষেকের
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডিএ আন্দোলনকারীদের ধরনা মঞ্চের কাছেই ডিএ আন্দোলনকারীদের ধরনা মঞ্চের কাছেই শহিদ মিনারে তৃণমূলের ছাত্র-যুব সমাবেশ। সেখানেই দিল্লি সরকারকে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের কথায়, দুর্নীতিতে আমার যোগসাজশ থাকলে প্রমাণ করুক আমি নিজেই মৃত্যুবরণ করব। এদিন রীতিমতো হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, ''আমার পেছনে ইডি সিবিআই লাগাতে হবে না। দুর্নীতিতে আমার যোগসাজশ থাকলে প্রমাণ করুক আমি নিজেই মৃত্যুবরণ করব।'' কার্যত হুমকির সুরে এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, 'সিবিআই করুন। কিন্তু মানুষের কাজের জন্য টাকা দিন। আমি জেদি ছেলে। একা হলেও আমি দিল্লিতে যাব। দিল্লি অচল করে ছাড়ব।'

আরও পড়ুন, Mamata Banerjee: দিল্লির বিরুদ্ধে ধরনায় ‘ডবল ডিউটি’ মুখ্যমন্ত্রীর

এদিন মোদী সরকারকে আক্রমণ করে তাঁর দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে যেভাবে আর্থিকভাবে বাংলাকে বঞ্চিত করেছিল কেন্দ্র, তারপরও যাবতীয় প্রকল্প চালিয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।' বার বার বিজেপি সরকারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনেছেন অভিষেক। তিনি বলেন, ''তৃণমূল পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করতে পারে। ক্ষমতা থাকলে হিমন্ত বিশ্বশর্মা, শুভেন্দু অধিকারী, বিশ্বজিৎ কুণ্ডুকে সাসপেন্ড করে দেখান। শুধু ভাইপো এই করেছে সেই করেছে তিন বছর হয়ে গিয়েছে এখনও নাম নিতে ভয় পায়। তৃণমূলকে দুর্বল করতেই এজেন্সির ব্যবহার করা হচ্ছে। কেন দিলীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নয়? গাজোয়ারি করে টাকা আটকে রেখেছে। বাংলায় একের পর এক প্রকল্প বন্ধ হয়েছে। আবাসা যোজনা, একশো দিনের কাজের টাকা বন্ধ করেছে। বাংলার মানুষের জন্য কিছু করছে না। মানুষ তৃণমূল কংগ্রেসকে সরকারে বসিয়েছে। কারও দয়ায় তৃণমূল ক্ষমতায় আসেনি।'' 

এদিন রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ প্রসঙ্গে অভিষেক বলেন, 'রাহুল গান্ধী যে মন্তব্য করেছেন, সেটাকে আমি সমর্থন করি না। আমি কারও ভাবাবেগে আঘাত করতে চাই না। যদি তিনি কোনও সম্প্রদায়কে অসম্মান করে থাকেন তাহলে বাংলায় এসে মোদীও ও দিদি বলে কুরুচিকর মন্তব্য করেছে। তাহলে তাঁর প্রধানমন্ত্রিত্ব কেন খারিজ হবে না কেন?' 

আরও পড়ুন, 'বাবা বেঁচে থাকুক ওদের মধ্যে', পরিবারের বাধার মুখেও মরণোত্তর অঙ্গদানে অবিচল মেয়ে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.