নজরে এবার পঞ্চায়েত ভোট, নিজের সংসদীয় এলাকায় আজ বৈঠক করবেন অভিষেক

প্রায় দেড়শো সদস্য নিয়ে হবে আজকের বৈঠক। প্রশাসনিক আধিকারিক নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে দুপুর সাড়ে তিনটেয় হবে বৈঠক।  মূলত, উন্নয়নমূলক কাজের খতিয়ান নেবেন অভিষেক।

Updated By: Nov 15, 2022, 10:38 AM IST
নজরে এবার পঞ্চায়েত ভোট, নিজের সংসদীয় এলাকায় আজ বৈঠক করবেন অভিষেক
ফাইল ছবি

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন। তাই পঞ্চায়েত ভোটের আগে নিজের সংসদীয় এলাকা নিয়ে বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক আধিকারিক নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে দুপুর সাড়ে তিনটেয় হবে বৈঠক।  মূলত, উন্নয়নমূলক কাজের খতিয়ান নেবেন অভিষেক। কেন্দ্র থেকে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে দেওয়া হচ্ছে বলে গত কয়েকমাস অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস। ভোটের প্রাক্কালে এর কোনও প্রভাব যাতে পরিষেবাতে না পড়ে সেজন্য বিশেষ নির্দেশ দিতে পারেন তিনি এমনটা মনে করা হচ্ছে ।

আরও পড়ুন, Weather Today: রাজ্যে ভরপুর শীতের আমেজ, উত্তুরে হাওয়ায় আরও কমছে তাপমাত্রা

প্রায় দেড়শো সদস্য নিয়ে হবে আজকের বৈঠক। এর আগেও করোনার সময় একবার নিজের সংসদীয় ক্ষেত্র নিয়ে রিভিউ মিটিং করেছিলেন অভিষেক। সেই মিটিংয়ের পরেই ডায়মন্ড হারবার মডেল ছিল আলোচনার কেন্দ্রে। ডায়মন্ড হারবারে সংক্রমণ কমানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল বৈঠকে। প্রসঙ্গত, ডায়মন্ড হারবারের রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে হবে ওই প্রশাসনিক বৈঠক। ওই বৈঠকে উপস্থিত থাকবেন ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত ৭টি বিধানসভার বিধায়ক, জেলা পরিষদের সকল সদস্য, পঞ্চায়েত সমিতির সকল সদস্য, পুর এলাকার কাউন্সিলররা, দলীয় পদাধিকারী এবং বিভিন্ন দফতরের আধিকারিকরা।

এরপর ১৭ তারিখ বেরিয়ে যেতে পারেন মেঘালয়ে । ১৭ এবং ১৮ নভেম্বর তাঁর সেখানে থাকার সম্ভাবনা। উত্তরপূর্বের ছোট্ট রাজ্যে শাখা বিস্তার করেছে তৃণমূল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সদলবলে যোগ দিয়েছিলেন ঘাসফুল শিবিরে। অভিষেক আগেও একাধিকবার দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দেখা করতে শিলং গিয়েছেন। 

আরও পড়ুন, Jaynagar Moya: শীতকালেই এল দুঃসংবাদ! বন্ধ হতে চলেছে জয়নগরের প্রসিদ্ধ মোয়া ব্যবসা!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.