দিল্লি, মুম্বইয়ের পর এবার কলকাতায় আপন হতে চায় `আপ`, শহরে প্রথম মিছিল কেজরিওয়ালের দলের

এবার এরাজ্যেও শক্তি বাড়াতে উদ্যোগী হল আম আদমি পার্টি। আজ কলকাতায় প্রথম মিছিল করল অরবিন্দ কেজরিওয়ালের দল। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্য়ন্ত মিছিল করেন আম আদমি পার্টির সদস্য সমর্থকরা।

Updated By: Dec 15, 2013, 09:15 PM IST

এবার এরাজ্যেও শক্তি বাড়াতে উদ্যোগী হল আম আদমি পার্টি। আজ কলকাতায় প্রথম মিছিল করল অরবিন্দ কেজরিওয়ালের দল। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্য়ন্ত মিছিল করেন আম আদমি পার্টির সদস্য সমর্থকরা।

আগামিদিনে জেলাগুলিতেও কর্মসূচি থাকবে বলে জানিয়েছেন আপ নেতারা। দিল্লির ধাঁচে দুর্নীতির বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়াই করার ডাক দিয়েছেন আম আদমি পার্টি নেতারা।

অন্যদিকে, লোকপাল বিল পাস করিয়ে রাজনৈতিক ফসল ঘরে তুলতে চাইছে কংগ্রেস। আজ ফের এই ভাষাতেই কংগ্রেসকে তোপ দাগলেন অরবিন্দ কেজরিওয়াল।

লোকপাল বিলের বর্তমান আঙ্গিককে আন্না হাজারে সমর্থন করাতেও রীতিমতো হতাশ তিনি। কেজরিওয়াল জানিয়েছেন, বিল পাস হয়ে গেলেও আন্দোলন চালিয়ে যাবেন তারা। এই আন্দোলনে আন্নাকে পাশে পাবেন বলেও আশাবাদী অরবিন্দ কেজরিওয়াল।

.