একবালপুরে ১২ বছরের নাবালিকাকে 'গণধর্ষণ করল বয়ফ্রেন্ড ও তার বন্ধুরা

 ৪ অভিযুক্তের মধ্যে দু'জন পর্ণশ্রী ও বাকি দু'জন একবালপুরের বাসিন্দা।    

Reported By: সুকান্ত মুখোপাধ্যায় | Updated By: Feb 7, 2020, 07:49 PM IST
একবালপুরে ১২ বছরের নাবালিকাকে 'গণধর্ষণ করল বয়ফ্রেন্ড ও তার বন্ধুরা

নিজস্ব প্রতিবেদন: বয়ফ্রেন্ডের সঙ্গে বেরিয়েছিল সে। কিন্তু ভালোবাসার মানুষকে বিশ্বাস করে পস্তাতে হল ১২ বছরের কিশোরীকে। একবালপুরে তাকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল বয়ফ্রেন্ড ও তাঁর বন্ধুদের বিরুদ্ধে। ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিস। 
    
বৃহস্পতিবার প্রেমিকের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল ১২ বছরের কিশোরী। প্রেমিকাকে নিয়ে একবালপুরে যায় ওই কিশোর। সেখানে ৩ বন্ধুর সঙ্গে দেখা করে সে। বয়ফ্রেন্ড ও তার বন্ধুরা ওই কিশোরীকে মদ্যপান করায়। কিশোরীকে বেহুঁশ হয়ে পড়ে। সেই সুযোগে ৪ জন মিলে তাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। রাতে আর বাড়ি ফেরেনি কিশোরী। 

সকালে বাড়ি ফিরেই পরিবারকে গোটা ঘটনা জানায়। এরপর তাকে নিয়ে থানায় পৌঁছয় পরিবারের লোকজন। ৪ জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ করে নাবালিকা। তার অভিযোগের ভিত্তিতে ৪ জনকে আটক করেছে পুলিস। ৪ অভিযুক্তের মধ্যে দু'জন পর্ণশ্রী ও বাকি দু'জন একবালপুরের বাসিন্দা।    

আরও পড়ুন- রোজ ডে-তে লাল গোলাপে প্রধানমন্ত্রী মোদীকে কোকড়াঝাড়ে স্বাগতম বোরো নেতৃত্বের

.